13yercelebration
ঢাকা

চরফ্যাসনে ৫০ পিছ ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক

Rai Kishori
February 20, 2019 10:40 pm
Link Copied!

ভোলা প্রতিনিধি॥  ভোলার চরফ্যাসনে ৫০ পিছ ইয়াবাসহ কাদের(৩৮) ও রাসেল(২৬) নামের দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ৮টায় উপজেলার কাসেমগঞ্জ বাজারের আমিন পাটওয়ারি বাড়ির দরজা সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত আব্দুল কাদের মাদ্রাজ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মন্নান শিকদারের ছেলে, রাসেল আব্দুর সহিদ মাতাব্বরের ছেলে।

থানা সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে চরফ্যাশর থানার উপ-পরির্দশক (এসআই) সিদ্দিকের নেতৃত্বে এসআই পনির আহমেদ, এএসআই মেহেদি ও সঙ্গিয় ফোর্স নিয়ে উপজেলার কাসেমগঞ্জ বাজারের আমিন পাটওয়ারি বাড়ির দরজা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের শরীর তল্লাশি করে আব্দুল কাদের শিকদারের পকেট থেকে ৩০ ও রাসেল মাতাব্বরের পকেট থেকে ২০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ(ওসি) মু. এনামুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাদের ও রাসেল নামের দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়। তাদেরকে মাদক নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

http://www.anandalokfoundation.com/