14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

চন্দ্রগঞ্জ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেন জাহাঙ্গীর

Dutta
August 21, 2020 9:33 pm
Link Copied!

তানভীর আহমেদ রিমন, লক্ষ্মীপুর প্রতিনিধি :  লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে দায়িত্ব গ্রহণ করেছেন, প্যানেল চেয়ারম্যান-১ এটিএম জাকির হোসেন জাহাঙ্গীর।

বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এরআগে পরিষদের মিলনায়তনে সদ্য প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের জন্য খতমে কোরআন, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান এটিএম জাকির হোসেন জাহাঙ্গীরের সভাপতিত্বে দোয়া ও মিলাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানা ১৪ দলীয় জোটের আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আলহাজ এম ছাবির আহম্মেদ, জেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মেদ, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন ও সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. নুরুল আমিন, সাধারণ সম্পাদক কাজী সোলায়মান, সহ-সভাপতি গিয়াস উদ্দিন লিঠন, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম শিপন খলিফা ও খলিলুর রহমান, চন্দ্রগঞ্জ থানা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আইনুল আহম্মেদ তানভীর, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু।

এছাড়াও উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি কামাল হোসেন, ইউপি প্যানেল চেয়ারম্যান-২ সামছুল আলম, ইউপি সদস্য মো. সেলিম, ওবায়দুল হক হিরন, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি এম মাসুদুর রহমান, ছাত্রলীগ নেতা শাহপরান শাকিলসহ পরিষদের অন্যান্য সদস্য, সদস্যাবৃন্দ এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তরা।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, ইউনিয়ন পরিষদ সংলগ্ন বায়তুল মামুর জামে মসজিদের খতিব মাওলানা মো. রেদোয়ান হোসেন।

নবাগত ভারপ্রাপ্ত চেয়ারম্যান এটিএম জাকির হোসেন জাহাঙ্গীর প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের অসমাপ্ত কাজ বাস্তবায়নে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।

http://www.anandalokfoundation.com/