রাজিব শর্মা, চট্টগ্রাম
শ্রেণীকক্ষের পড়াশুনা যেন একটি রুটিন ওয়ার্ক। অনেকটা নিয়মরক্ষা। চাকুরিটা বাঁচাতে হবে তো? ক্লাসের পড়ালেখা চলে গেছে কোচিং সেন্টার ও শিক্ষকের বাসায়। শহরের নামিদামি স্কুলের শিক্ষকরাই ক্লাসের বাইরে প্রাইভেট ও কোচিংয়ে পড়াচ্ছেন। এ রোগ সংক্রমিত হচ্ছে গ্রামাঞ্চলেও। অধিকাংশ অভিভাবক অনেকটা বাধ্য হয়েই সন্তানদের প্রথম শ্রেণী থেকে প্রাইভেট কোচিং-এ পড়ার ব্যবস্থা করছেন। এটা এখন অনেকটা সিস্টেম হয়ে দাঁড়িয়েছে। এ ব্যবস্থাকে পুঁজি করে শহরের যত্রতত্র গড়ে উঠছে শতশত কোচিং সেন্টার।
অনুসন্ধানে দেখা গেছে, যে স্কুল যত বেশি নাম করা সে স্কুলের শিক্ষার্থীরা তাতো বেশি প্রাইভেট ও কোচিং নির্ভর। এসব স্কুলে একদিকে বেছেবেছে ভালো শিক্ষার্থীদের ভর্তি করা হয়। তার ওপর অভিভাবকেরা সারা বছর হাজার হাজার টাকা খরচ করেন প্রাইভেট টিউটর কিংবা কোচিংয়ের পেছনে। প্রশ্ন হল, সব শিক্ষার্থী যদি কোচিংয়েই সিলেবাস শেষ করে তাহলে স্কুলের ক্লাসে কি পড়ানো হয়?
ডা. খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয়, কলেজিয়েট স্কুল, বাওয়া স্কুলের মত মহানগরীর নামকরা বিভিন্ন স্কুলের কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবকের কাছে প্রশ্নটি করা হলে তারা বলেন, ‘ক্লাসের পড়াশোনা আসলে ফাঁকি। অনেক নামকরা স্কুলে ক্লাসে পড়াশোনা একটি শো বা রুটিন কাজ। প্রাইভেট কোচিংয়ে না পড়ালে ক্লাসে যা শেখানো হয় তা দিয়ে কখনো ভালো রেজাল্ট করা সম্ভব হতো না। কারণ স্কুল থেকে যে সিলেবাস দেয়া হয় সেটা কখনোই পরীক্ষার আগে ক্লাসে পড়িয়ে শেষ করতে পারেন না শিক্ষকরা।
প্রাইভেট না পড়লে স্কুলের স্যাররা সিস্টেমে ফেলে দেন। নানা ভাবে হয়রানি করে শিক্ষার্থীদের প্রাকটিক্যালে সমস্যা করেন। খাতায় নম্বর কম দেন। এমনকি ফেলও করান। ডায়রিতে খারাপ মন্তব্য লিখে দেন। অভিভাবককে ডেকে বলেন, আপনার সন্তান কিছুই পারেনা, ফেল করবে। ফলে অভিভাবক ভয় পান। কথাগুলো বললেন, চট্টগ্রাম সরকারি বালক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী।
তারা বলেন, স্যারদের কাছে প্রাইভেট পড়লে স্কুলের পরীক্ষার আগেরদিন প্রশ্ন ফাঁস করে দেন। অথবা বলে দেন কোন প্রশ্নগুলো আসতে পারে। কোনও কোনও শিক্ষক তাদের কাছে প্রাইভেট পড়লে পরীক্ষায় বেশি নম্বর দেন। ছাত্ররা আরো জানায়, অনেক শিক্ষক আছেন যারা ক্লাসে ভালো বোঝান না। প্রাইভেটে বুঝিয়ে দেন। একাধিক অভিভাবক জানান, কোনও শিক্ষকই ক্লাসে কোর্স শেষ করেন না। ফলে বাধ্য হয়ে তাদের সন্তানদের প্রাইভেট পড়াতে হয়। দুই তিন জন শিক্ষক ছাড়া সবাই প্রাইভেট পড়ান।
বর্তমানে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত বিভিন্ন স্কুলে এসবিএ (স্কুল বেজড অ্যাসেসমেন্ট) পদ্ধতি চালু রয়েছে। এতে শিক্ষকদের হাতে ৩০ নম্বর থাকে। প্রাইভেট না পড়লে শিক্ষকরা এসবিএতে কম নম্বর দেন। অনেক ক্ষেত্রে ডায়রিতে খারাপ মন্তব্য লিখে দেন। তাই শিক্ষার্থীরা এসবিএ’র নাম দিয়েছে ‘স্যারের বাসায় আসো’!
এদিকে, এসবিএ’র নাম্বারের জন্য অনেক শিক্ষার্থীর বাসায় টিচার থাকা সত্ত্বেও স্কুলের শিক্ষকদের কাছে প্রাইভেট পড়তে হয়। ওই শিক্ষকদের কাছে পড়ার বাধ্যবাধকতা থাকায় প্রতিমাসেই অভিভাবকদের গুণতে হয় বাড়তি টাকা।
নগরীর বিভিন্ন স্কুলের একাধিক অভিভাবক জানান, তাদের সন্তানরা এসবিএর কাছে জিম্মি। যারা প্রাইভেট পড়ে তাদের অনেক বেশি নম্বর দেয়া হয়। আর যারা সংশ্লিষ্ট ও স্যারের কাছে পড়েনা তাদের কম নম্বর দেন শিক্ষকরা।
ছেলেমেয়েকে প্রাইভেট কোচিংয়ে পড়ানো অনেক অভিভাবকের একটি রোগ ও ফ্যাশনে পরিণত হয়েছে। অনুসন্ধানে জানা যায়, মায়েরা স্কুলের সামনে এসে অন্য অভিভাবকদের কাছে শোনে তার ছেলে বা মেয়ে অমুক-তমুক শিক্ষকের ব্যাচে বা কোচিংয়ে প্রাইভেট পড়ে। অমুক শিক্ষক খুব ভালো পড়ান, তখন তাদের মাথা খারাপ হয়ে যাওয়ার উপক্রম হয়। অনেক অভিভাবক আবার অন্যজনকে বলে, প্রাইভেট না পড়লে আপনার ছেলে মেয়ে তো ফেল করবে। তখন তারা আরো ঘাবড়ে যায়। অনেক অভিভাবক গর্ব করে অনেকের কাছে বলে বেড়ায় তার ছেলেমেয়েরা এতজন শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে।
পঞ্চম শ্রেণীতে সমাপনী এবং অস্টম শ্রেণীতে জেডিসি ও জেএসসি চালুর পর প্রাইভেট কোচিংয়ের দৌরাত্ম্য আরো বেড়েছে। এ পরীক্ষাকে কেন্দ্র করে অভিভাবকদের মধ্যে শুরু হয়েছে তীব্র প্রতিযোগিতা। প্রাইভেটকোচিং নির্ভরতা প্রাইমারি স্তরকে গ্রাস করেছে, যা আগে কখনো এতটা ছিলনা। প্রাইভেট কোচিং প্রবণতা একেবারে গ্রামপর্যায়ে ছড়িয়ে গেছে এসব পরীক্ষাকে কেন্দ্র করে। চতুর্থ, পঞ্চম শ্রেণীর অনেক শিক্ষার্থী দুই থেকে তিনজন শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে। তাছাড়া সৃজনশীল পদ্ধতি চালু হওয়ার পরও প্রাইভেটকোচিং নির্ভরতা বেড়ে যায়। অথচ এ প্রবণতা দূর করার জন্যই এ পদ্ধতি চালুর কথা বলা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান বলেন, এখন অলিতে গলিতে কোচিং সেন্টার হয়েছে।এ সব কোচিং সেন্টারের কোন তালিকা বোর্ডের কাছে নেই।কোচিং নির্ভর পড়াখেলা থেকে বের হওয়ার জন্য অভিভাবকদের সচেতন হতে হবে।এছাড়া স্কুলগুলোতে ঠিকমত শিক্ষকেরা পাঠদান করছেন কিনা সে ব্যাপারে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের তদারকি করতে হবে।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বাওয়া স্কুলের প্রধান শিক্ষিকা আনোয়ারা বেগম বলেন, আমাদের স্কুলে শিক্ষকরা সবসময়ই আন্তরিকতার সাথে পাঠদান করান। এছাড়া দুর্বল শিক্ষার্থীদের জন্য আলাদা ক্লাসেরও ব্যবস্থা আছে। এজন্য বাড়তি কোন ফি নেয়া হয়না। এরপরও যদি অভিভাবকরা তাদের সন্তানকে কোচিংয়ে পড়ান সেক্ষেত্রে আমাদের করার তো কিছু নেই।