13yercelebration
ঢাকা

চকবাজারে প্লাস্টিক গোডাউনে আগুন দগ্ধ সহ আহত ৫০

Rai Kishori
February 21, 2019 12:50 am
Link Copied!

রাজধানীর চকবাজারের চুরিহাট্টা মসজিদের পাশে একটি প্লাস্টিক গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছে।

বুধবার রাত ১০টা ৩৮ মিনিটে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা  বিষয়টি বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, ভবনটির নিচে গোডাউন রয়েছে। কিন্তু সেটি প্লাস্টিক না কি কেমিক্যাল গোডাউন তা এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে কিছুক্ষণ আগে একটি বিস্ফোরণ হয়ে আগুন পাশের আরেকটি ভবনে ছড়িয়ে গেছে। এতে দগ্ধ হয় ১১জন, এছাড়া আহত হয়েছে ৩০জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দগ্ধদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

http://www.anandalokfoundation.com/