14rh-year-thenewse
ঢাকা
শিরোনাম

মাদারীপুরে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক দুই জেলা প্রশাসকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত বাথরুম থেকে ৬ বছরের শিশুর লাশ উদ্ধার 

শ্যামনগরে পারফরমেন্স বেজড গ্রান্ড ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের পুরস্কার বিতরণ

আগামী দুই মাসের মধ্যে এলডিসি থেকে উত্তরণের পথ বের করতে হবে -প্রধান উপদেষ্টা

রংপুরের গঙ্গাচড়ায় হিন্দুপল্লীতে হামলায় সহস্রাধিক আসামী, গ্রেফতার ৫

নদী দূষণের দায়ে গাজীপুরে ৯টি অবৈধ কারখানার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আসন্ন আইএমও নির্বাচনে বাংলাদেশের পক্ষে সমর্থন চাইলেন নৌপরিবহন উপদেষ্টা

আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে নিহত গৃহবধুর বস্তাবন্ধি লাশ উদ্ধার

Dutta
June 2, 2021 3:24 pm
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: পাষন্ড স্বামীর হাতে নিহত গৃহবধু নাজনিন আক্তারের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার সকাল সারে ১১টায় হরহর গ্রামের একটি পরিত্যাক্ত জমির পাশ থেকে বস্তাবন্ধি লাশ উদ্ধার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃত ঘাতক স্বামী সাকিবের দেওয়া জবানবন্দিতে বলেছিল লাশ হরহর গ্রামের ভাড়াটিয়া বাসার সেপটিক ট্যাংকে ফেলা হয়েছে। পুলিশ সেফটিক ট্যাংক থেকে মঙ্গলবার গৃহবধুর শরীরের চামরা, পায়ের আঙ্গুলের নক এবং ওরনাসহ কিছু আলামতও উদ্ধার করেছিল। কিন্ত লাশ মিলল একদিন পরে একই গ্রামের একটি কৃষি জমিতে।

জানাগেছে, বরিশালের বাবুগঞ্জ উপজেলার নতুনচর জাহাপুর গ্রামের আবদুল করিম হাওলাদারের পুত্র সাকিব হাওলাদার (২১) বগুড়া সেনানিবাসে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে চাকুরি করে। চাকুরির সুবাদে বগুড়া সদর থানার সাবগ্রাম এলাকার লতিফ প্রমানিকের মেয়ে নাজনিন আক্তারের সাথে গত বছরের ১লা অক্টোবর প্রেম করে বিয়ে হয়। গত ২৪ মে ঘাতক স্বামী বাড়িতে বেড়ানোর কথা বলে স্ত্রীকে নিয়ে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের হরহর গ্রামে এসে জৈনিক ছালাউদ্দিন বেপারির ভাড়াটিয়া বাড়িতে আসে এবং এখানে বসে পরিকল্পিতভাবে হত্যাকান্ড ঘটায়। ঘাতকের বাবা মাসহ পরিবারের সদস্যরা ওই ভাড়াটিয়া বাড়িতে বসবাস করত। ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। ২৫ মে আবার সাকিব কর্মস্থলে যোগ দেয়। এদিকে নিহত গৃহবঁধুর পরিবার তাদের মেয়ের সন্ধান না পেয়ে বগুড়া সদর থানায় একটি সাধারন ডায়েরি করেন।

ডায়েরির সুত্র ধরে বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ সাকিবকে সেনাবাহিনীর সহযোগিতায় গ্রেফতার করেন। এরপর নাজনিন আক্তারকে উদ্ধারের জন্য বগুড়া থেকে গত বুধবার সকালে গৌরনদী আসেন। গৌরনদী মডেল থানার সহযোগীতায় নাজনিন আক্তাররে লাশ উদ্ধারে নামে পুলিশ। ঘাতক সাকিব হত্যার কথা শিকার করে বলেছে তাকে দরি ও ওরনা দিয়ে গলায় ফাস দিয়ে হত্যা করে ভাড়াটিয়া বাড়ির সেপটিক ট্যাংকে লাশ ফেলে রাখা হয়েছে। পুলিশ সেপটিক ট্যাংক থেকে নাজনিনের ব্যবহৃত ওরনা,শরীরের কাটা চামড়া ও নক উদ্ধার করেন এর একদিন পরে একই গ্রামের একটি কৃষি জমি থেকে গৃবঁধুর বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।

গৌরনদী মডেল থানার পরিদর্শক মো.আফজাল হোসেন এ প্রতিনিধিকে জানান, একজন নারীর বস্তাবন্দি লাশ আমরা উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে লাশটি নিহত গৃহবঁধু নাজনিনের তবে তার পরিবারকে খবর দেয়া হয়েছে তারা আসলে শতভাগ নিশ্চিত হওয়া যাবে।

http://www.anandalokfoundation.com/