বরিশালের গৌরনদী শহীদ আব্দুর রব সেরনিয়াবত টেক্সটাইল ইনষ্টিটিউটের অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবিরের পদত্যাগের একদফা দাবীতে আন্দোলন শুরু করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকালে ইনষ্টিটিউটের ৬ষ্ট সেমিষ্টারের শিক্ষার্থী আবির হোসেন ও অন্তরা আক্তার জানান, ছাত্র আন্দোলনের মূল লক্ষ্যই হচ্ছে স্বৈরাচার পতনের। ধারাবাহিকতায় স্বৈরাচারের দোসর আমাদের প্রতিষ্ঠানে সকল প্রকার দূর্নীতির লিড দিয়ে বাস্তবায়ন কারী এই ইনষ্টিটিউট প্রধানের পতনের জন্য আমাদের এ আন্দোলন। তার উল্লেখযোগ্য দূর্নীতি হচ্ছে- ক্ষমতার অপব্যবহার, প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ, দূর্নীতির বিরুদ্ধে কথা বললে সনদ আটকে দেওয়া, শিক্ষার্থীদের পরিবারকে হয়রানি সহ আর্থিক অস্বচ্ছতা।
এ বিষয়ে জানতে ইনষ্টিটিউটের অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির বলেন, আন্দোলণরত শিক্ষার্থীরা আমার কাছে ১৯টি বিষয়ে জানতে চেয়েছে। তাদের প্রতিটি বিষয়ে সঠিক জবাব দিয়েছি। ইনষ্টিটিউটে কোন রাজনীতি ছিলোনা। সকল শিক্ষার্থীকে সমান সুযোগ-সুবিধা দিয়েছি। এরপরও তারা আমার বিরুদ্ধে একদফার আন্দোলন শুরু করছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।