14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

গোমারা-মিটাইন খাঁন ফাউন্ডেশনের পক্ষ থেকে ত্রান বিতরন

Rai Kishori
April 20, 2020 5:48 pm
Link Copied!

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নে মিটাইন-গোমারা খাঁন ফাউন্ডেশনের পক্ষ থেকে খাঁন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এম মোস্তফা কামাল। তার সৌজন্যে দেশে করোনা আসার কারনে রবিবার বাগাট ইউনিয়নের মিটাইন বাজার খাঁন ফাউন্ডেশনের পক্ষ থেকে অফিসের সামনে বাগাট ইউনিয়নের গরীব, এতিম,বিধবা,অনাতদের মাঝে শতাধিক লোকের চাউল,ডাউল, লবন, সাবান বিতরন করা হয়।

এ ছাড়া তিনি বাগাট ইউনিয়ন বিভিন্ন মসজিদে দানের হাত বাড়িয়ে দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলার বীরমুক্তিযোদ্ধা হাজী মোঃ হারুন-অর- রশিদ (দুলাল), ম্যানেজার মোঃ আঃ সালাম শেখ, বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের ৪ (চার) নং ওয়ার্ডের সভাপতি মোঃ জাকির হোসেন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

http://www.anandalokfoundation.com/