অংকন তালুকদার: গোপালগঞ্জে বিট পুলিশিং এর কার্যক্রম শুরু হয়েছে। পুলিশি সেবা পৌঁছে যাবে প্রতি ঘরে ঘরে।
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড.বেনজীর আহমেদ, বিপিএম (বার) এর নির্দেশনায়, ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) এর তত্বাবধানে এবং গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান পিপিএম (বার) এর তদারকিতে মঙ্গলবার (২৩ জুন) মাদক, জুয়া, ইভটিজিং, বাল্য বিবাহ, যৌতুক, জঙ্গি-সন্ত্রাসবাদ, চুরি-ডাকাতিসহ সকল ধরনের অপরাধ কার্যকরি ভাবে প্রতিরোধ ও প্রতিকারের লক্ষ্যে গোপালগঞ্জ জেলার ৫ টি থানার সকল ইউনিয়ন ও পৌরসভায় (৬৮টি ইউনিয়ন ও ৪টি পৌরসভা) একযোগে বিট পুলিশিং এর যাত্রা শুরু করা হয়েছে। প্রাথমিকভাবে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় একজন বিট অফিসার এসআই (উপ-পরিদর্শক), একজন সহকারী বিট অফিসার (এএসআই) ও ২ জন কনস্টেবলসহ মোট ৪ জন পুলিশ সদস্যের সমন্বয়ে ১৯টি বিট পরিচালিত হবে।
উক্ত বিট পুলিশের সদস্যগণ প্রতিটি ওয়ার্ড, গ্রাম ও পাড়া-মহল্লার সকল শ্রেণি-পেশার মানুষের সাথে নিবিড় যোগাযোগের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার মাদক, জুয়া, ইভটিজিং, বাল্য বিবাহ, যৌতুক, জঙ্গি-সন্ত্রাসবাদ, চুরি-ডাকাতিসহ সকল ধরনের অপরাধ কার্যকরি ভাবে প্রতিরোধ ও প্রতিকার করতে সক্ষম হবে। প্রত্যেকটি এলাকা অপরাধমুক্ত করতে বিট পুলিশের সদস্যদের প্রয়োজনীয় তথ্য দেওয়ার জন্য সকলকে অনুরোধ করেন জেলা পুলিশের কর্মকর্তারা।