14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে গুরুজনের চরণ ছুঁয়ে আশীর্বাদ নিলো দুই লাখ শিক্ষার্থী

admin
September 23, 2018 3:44 pm
Link Copied!

গোপালগঞ্জ জেলার পাঁচ উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই লাখ শিক্ষার্থী একযোগে গুরুজনের চরণ ছুঁয়ে আশীর্বাদ গ্রহণ করেছে। এসময় তারা গুরুজনের প্রতি শ্রদ্ধা, ভক্তি নিবেদনের শপথ গ্রহণ করে।

আজ রোববার সকাল ১০টায় জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে ‘গুরুজনে কর নতি’ শ্লোগানে কর্মসূচি পালন করা হয়। এর আগে সব শিক্ষা প্রতিষ্ঠানে সকাল সাড়ে ৯ টা থেকে ১০টা পর্যন্ত  ‘গুরুজনে কর নতি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে গোপালগঞ্জ কাজী জহুরুল হক কলেজে আয়োজিত আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ, সাংবাদিক মনোজ সাহা, প্রভাষক রমজান আলী, শিক্ষার্থী ও অভিভাবকরা বক্তব্য রাখেন।

এছাড়া গোপালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল বাকী, নির্বাহী ম্যাজিস্ট্রেট কৃষ্ণা রায়, স্কুলের প্রধান শিক্ষক জয়দেব চন্দ্র সরকারসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার বলেন, মাতা-পিতা, শিক্ষক ও গুরুজনের প্রতি শ্রদ্ধা ভক্তির প্রায়োগিক শিক্ষা হিসেবে জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে ‘গুরুজনে কর নতি’ কর্মসূচী আয়োজন করা হয়। এতে ব্যাপক সাড়া পড়েছে। এরমধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে মানবিক গুণাবলী ফুটে উঠবে। তারা সৃজনশীল মানবিক বাংলাদেশ গড়ে তুলবে।

কাজী জহুরুল হক কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ বলেন, দিন দিন কর্মব্যস্ততায় আমরা সার্বজনীনতা হারাচ্ছি। মানুষের মানবিক বোধ লোপ পাচ্ছে। গুরুজনের প্রতি শ্রদ্ধা ভক্তি উঠে যাচ্ছে। জেলা প্রশাসকের এ কর্মসূচী আমাদের সুখী সমাজ গঠনে সহায়ক ভূমিকা পালন করবে।

অভিভাবক নিপা বেগম, লিপি বিশ্বাস, কলেজ শিক্ষক সঞ্জয় পোদ্দার, শফিউল্লাহ, কাজী মাজহারুল ইসলাম বলেন, এ জাতীয় কর্মসূচী শিক্ষার্থীর চেতনাকে জাগ্রত করেছে। মাদক, জঙ্গি তৎপরতা ও ইভটিজিং থেকে দূরে থাকবে। আমরা তাদের দোয়া আশীর্বাদ করেছি। তারা গুরুজনের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে ভালো মানুষ হবে। সুন্দর আগামী গড়ে তুলবে। কাজী জহুরুল হক কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী সুপ্রিয়া বিশ্বাস, আল আমীন, মোসাম্মৎ কামিনী খানম, শাপলা খানম বলেন, মাতা-পিতা, শিক্ষক ও গুরুজনের প্রতি শ্রদ্ধা ভক্তির প্রায়োগিক শিক্ষা ‘গুরুজনে কর নতি’ আমরা গ্রহণ করেছি। তাদের চরণ ধুয়ে দিয়ে দোয়া ও আশীর্বাদ গ্রহণ করেছি। গুরুজনের প্রতি শ্রদ্ধা, ভক্তি নিবেদনের শপথ নিয়েছি।

http://www.anandalokfoundation.com/