14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর পিতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

Rai Kishori
April 27, 2019 7:25 am
Link Copied!

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিমের পিতা বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ আওয়ামী লীগ নেতা মরহুম মোঃ আব্দুল খালেক শেখের আত্মার মাগফিরাত কামনা করে আজ রাজধানীর বেইলী রোডস্থ মন্ত্রীর সরকারি বাসভবনে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, সংসদ সদস্যবৃন্দ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতিবৃন্দ, বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশিষ্ট আইনজীবীগণ, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং মন্ত্রীর পরিবারের সদস্যবৃন্দ এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর পিতা মরহুম মোঃ আব্দুল খালেক শেখ গত ৭ এপ্রিল ২০১৯ রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

http://www.anandalokfoundation.com/