বিশেষ প্রতিবেদকঃ বিএনপি যখনই সন্ত্রাস করে তখনই তারা এ ধরনের আহবান জানায়। ২০১৫ সালেও যখন দলটি পেট্রোলবোমা হামলা চালিয়ে নির্বিচারে মানুষ মেরেছিল তখন তারা এটা বন্ধে ঐক্যের আহবান জানিয়েছিল। এখন আবার বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে। এতে বোঝা যায় গুপ্তহত্যায় আসলে তারাই জড়িত। এটি তাদের একটি ষড়যন্ত্র বললেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি।
আজ বুধবার বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে খ্রিস্টান ও বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের সাথে ১৪ দলের এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ-বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, কার্যনির্বাহী সদস্য আমিনুল ইসলাম আমিন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের একাংশের সভাপতি শরিফ নুরুল আম্বিয়া, তরিকত ফেডারেশনের নজিবুল বশর মাইজভান্ডারী, বাসদের আহবায়ক রেজাউর রশিদ খান প্রমুখ।
হানিফ বলেন, গতবছর বিএনপি-জামায়াত দেশব্যাপী আগুন সন্ত্রাস করেছিল। তখন সারাদেশের মানুষের মধ্যে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছিল। এই অবস্থার দ্রুত সমাধানে সমাজের নানা স্তরের মানুষ সরকারের ওপর চাপ সৃষ্টি করেছিল। ওই সময় প্রধানমন্ত্রী ঠাণ্ডা মাথায় ধৈর্য্য সহকারে এ সন্ত্রাস মোকাবেলা করতে সক্ষম হয়েছিলেন।
তিনি বলেন, যখনই ওই সময় কঠোরভাবে সন্ত্রাস দমন করা হচ্ছিল তখন বিএনপির থিঙ্কট্যাংক থেকে দাবি করা হয়েছিল সন্ত্রাস বন্ধ করার জন্য জাতীয় ঐকমত্যের প্রয়োজন। আমরা তখন বলেছিলাম আগুন সন্ত্রাস করে যারা মানুষ খুন করছে তাদের সাথে সংলাপ করে লাভ নেই। হত্যাকারীদের আইনের মাধ্যমেই দমন করতে হবে।
মাহবুবউল আলম হানিফ বলেন, বিএনপি বুঝতে পেরেছে গুপ্তহত্যার পথ বন্ধ হয়ে যাচ্ছে। আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই আগুন সন্ত্রাস বন্ধ হয়েছে। শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে গুপ্তহত্যাও বন্ধ করতে সক্ষম হব। এতে আপনাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, জনগণই আমাদের মূল শক্তি। খালেদা জিয়া সবক্ষেত্রে ব্যর্থ হয়ে সংসদ হারিয়ে টার্গেট কিলিং করে সরকারকে বিব্রত করতে চায়। তারা প্রমাণ করতে চায় দেশে সাম্প্রদায়িক সম্প্রতি নেই। কিন্তু এখানেও তারা ব্যর্থ হয়েছে।