গাজীপুরের সাংবাদিক আসাদজ্জামান তুহিনকে জনসস্মুখে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিসহ এবং দেশব্যাপী সকল সাংবাদিকদের নিরাপত্তা ও নির্বিগ্নে সংবাদ প্রাকাশের নিশ্চয়তা প্রদানের দাবিতে মাদারীপুরের কালকিনি প্রেসক্লবের আয়োজনে আজ সোববার সকাল ১১টা থেকে ১২ টা পর্যন্ত¥ এক মানববন্ধন অনুষ্ঠিত হয।
কালকিনি প্রেসক্লারেব সভাপতি ও দৈনিক কালের কন্ঠের পত্রিকার প্রতিনিধি রফিকুল ইসলাম মিন্টু সভাতিত্বে এবং কালকিনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও গ্লোবাল টেলিভিশনের কালকিনি উপজেলা প্রতিনিধি তারিকুল ইসলাম সুজনের সঞ্চালনায় প্রতিবাদ সভা এবং মানববন্ধনে বক্তব্য রাখেন, কালকিনি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যায়যায় দিন পত্রিকার কালকিনি উপজেলা প্রতিনিধি মো. শহিদুল ইসলাম. দৈনিক ইত্তেফাক পত্রিকার কালকিনি উপজেলা প্রতিনিধি আসাদুজ্জামান দুলাল, দৈনিক খবরপত্র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হোসেন জাহিদ হোসেন, সাংবাদিক মনির হোসেন পরাগ ও সাংবাদিক আলমাছ হোসেন বেপারীসহ আরও অনেকে।
এ সময় বক্তারা সরকারকে উদ্দেশ্য করে তাদের বক্তব্যে বলেন. সাংবাদিকদের সুরক্ষা প্রদান করার জোরালো আহবান জানানা। এছাড়াও বক্তারা উল্লেখ করেন স্বাধীনতার পর থেকে ৫৪ বছরে নানা সময় সাংবাদিকদের ওপর নির্যাতন জুলুম করা হয়েছে। সেটা সাংবাদিক সাগরÑরুনি থেকে আজকে অবধি আসাদুজ্জামান তুহিন পর্যন্ত আমাদের অসংখ্য সহকর্মী ভাইÑবোনেরা তাদের আতœত্যাগ করেছেন। কিন্তু কোন সরকারই সাংবাদিকদের সুরক্ষা দেওয়ার পদক্ষেপ গ্রহন করেননি। তাই এই অর্ন্ততর্বী সরকারের প্রতি আমাদের উদার্ত আহবান যাতে করে যারা সাংবাদিকদের ওপর জুলুম অবিচার নির্যাতন না করে। সাংবাদিকদের যারা অত্যাচার কিংবা জুলুম করে তাদের বিরুদ্ধে কঠোর শস্তি নিশ্চিত করতে হবে। বিগত দিনের বিচারহীনতার ফলে আজকে আসাদুজ্জামান তুহিনের মৃত্যুবরণ। সাংবাদিক সাগরÑরুনি হত্যার পর ন্যায্য বিচার প্রতিষ্ঠা হতো তাহলে হয়তোবা আজকের এই দৃশ্য আামাদের দেখতে হতো না।
মানববন্ধনে অংশ নেন কালকিনি প্রেসক্লাবের কার্যকরী পরিষদ এবং সাধারণ পরিষদের সকল সদস্যবৃন্দ, বিভিন্ন কলেজের শিক্ষার্থী ও সচেতন মহল।
উল্লেখ্য গত ৭ আগস্ট গাজীপুরর চৌরস্তায় প্রকাশ্যে দিবালোকে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে কুপয়ে হত্যার করা হয়। তার হত্যার দৃশ্য মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সারাদেশের মানুষ ক্ষোভে ফুসে ওঠে ও প্রতিবাদের ঝড় ওঠে এবং দাবি ওঠে সাংবাদিকদের সুরক্ষার আইন করার।