14rh-year-thenewse
ঢাকা আজ রবিবার আগস্ট 3, 2025
আজকের সর্বশেষ সবখবর

রাজারহাটে আম গাছ থেকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

Rai Kishori
June 6, 2020 8:09 pm
Link Copied!

এ.এস.লিমন,রাজারহাট(কুড়িগ্রাম):  কুড়িগ্রামের রাজারহাটে জ্যাঠার আম গাছে আম পাড়তে গিয়ে পা ফসকে পড়ে গাছের ডালের বারি খেয়ে পুকুরে পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। রাজারএ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আজ শনিবার দুপুরে রাজারহাট সদর ইউপির বোতলারপাড় গ্রামে এ ঘটনাটি ঘটে।

ওই গ্রামের শহিদ আলীর পুত্র হাসানুর রহমান (২৪) তার জ্যাঠা মরহুম আনোয়ার আলীর আম গাছে আম পাড়তে গিয়ে হঠাৎ পা ফসকে গাছের ডালের বারি খেয়ে মাথায় গুরুত্বর আঘাত প্রাপ্ত হয়ে পুকুরের পানিতে পড়ে মৃত্যুবরণ করে।

বাড়ির লোকজন হাসানুরকে খোঁজে না পেয়ে হঠাৎ বিকালে পুকুরের পানিতে হাসানুরের লাশ এলাকাবাসী ভেসে উঠতে দেখে। পরে বাড়ির লোকজন এসে পুকুর থেকে হাসানুরের ভাসমান লাশ তুলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

http://www.anandalokfoundation.com/