মেহের আমজাদ,মেহেরপুর (২৫-০৩-১৭): মেহেরপুর সরকারী কলেজ ছাত্রলীগের আয়োজনে ২৫ মার্চ গনহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুঠিত হয়েছে ।
গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি কুদরত-ই খোদা রুবেল-এর সভাপতিত্বে কলেজ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা, ছাত্রলীগ নেতা দুলাল, বায়েজিদ, নাহিদ, শোভন প্রমুখ । এর আগে গনহত্যা দিবস উপলক্ষে একটি র্যালী বের করা হয় । সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি কুদরত-ই খোদা রুবেল-এর নেতৃত্বে র্যালীটি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কলেজ সড়ক প্রদক্ষিণ করে একই স্থনে গিয়ে শেষ হয় ।