ঢাকার খিলক্ষেত থেকে দুর্গামন্দির অপসারণের মাধ্যমে ধর্মীয় স্থাপনার সঙ্গে বৈষম্য করা হচ্ছে মর্মে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত তথ্য সত্য নয় জানিয়ে আইকনোটেক্সট প্রকাশ করেছে তথ্য অধিদফতর।
গত বছর দুর্গাপূজার সময় কিছু ব্যক্তি কোনো পূর্বানুমতি ছাড়াই খিলক্ষেতে রেলের জমিতে একটি পূজা মণ্ডপ তৈরি করে। বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে পূজা মণ্ডপটি সরিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে আয়োজকদের অনুরোধ করা হয়। পরবর্তীতে পূজা শেষে মণ্ডপটি সরিয়ে নেওয়ার শর্তে পূজা অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়। কিন্তু ২০২৪ সালের অক্টোবর মাসে সে বছরের দুর্গাপূজার সকল আনুষ্ঠানিকতা শেষ হলে বারবার বলা সত্ত্বেও তারা মন্ডপটি সরিয়ে নেননি। উল্টো তারা সেখানে স্থায়ী মন্দির প্রতিষ্ঠার উদ্যোগ নেন।
উদ্ভূত পরিস্থিতিতে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গত ২৬ জুন খিলক্ষেত এলাকায় রেলের জমি থেকে অস্থায়ী মণ্ডপটি সরিয়ে ফেলা হয়। অভিযানকালে প্রথমে ১৫০টি দোকানপাট, রাজনৈতিক দলের কার্যালয়, কাঁচাবাজার ও সবশেষে অস্থায়ী মন্দিরটি সরানো হয়েছে। অস্থায়ী মন্দিরের প্রতিমা যথাযোগ্য মর্যাদার সঙ্গে বালু নদীতে বিসর্জন দেওয়া হয়েছে।
রেলের জমিতে স্থাপনকৃত এ অস্থায়ী মণ্ডপ সরিয়ে নেওয়ার বিষয়টি নিয়ে বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা পরিলক্ষিত হচ্ছে।
তথ্য অধিদফতর আজ এ বিষয়ে একটি আইকনোটেক্সট গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচার করে।