ক্রিকেট ডেস্কঃ ক্রিকেটকে ঘিরে বাঙালির আবেগ, উচ্ছ্বাস যেন ছাড়িয়ে যায় সব কিছুকে। মাঠ, অফিস, বাসা, পাড়া-মহল্লা সব জায়গায় ক্রিকেট যেন সব শ্রেণি পেশার মানুষকে এনে দাড় করায় একই সারিতে। সেই উন্মাদনাকে ঘিরেই বিপিএলসহ টি-টোয়েন্টি খেলাগুলোতে রাজধানী শহর ও উপশহরগুলোতে স্থানীয় পর্যায়ে চলছে বাজির খেলা- জুয়া।
এতে, জড়িয়ে পড়ছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরাও। থাকছেন চাকরিজীবী, দিন মজুরসহ নানা শ্রেণি-পেশার তরুণেরা। কেন, এই বাজির খেলা?
সাকিব, মাশরাফি, মুস্তাফিজ, সৌম্য, তামিমের মতো ক্রিকেটারদের বল আর ব্যাট হাতে নজরকাড়া পারফরমেন্স দর্শকদের সামনে এনেছে আলাদা উন্মাদনা। হার-জিতের এই লড়াইয়ে ব্যক্তিগত পর্যায়ে ছোট ছোট বাজিতে শুরু হয়েছে বেশ আগে থেকেই।
সাধারণ মানুষের এই আবেগকে পুঁজি করে সামাজিক পর্যায়ে এখন চলছে ক্রিকেট নিয়ে বাজির খেলা- জুয়া। এর পরিমাণ ৫০ টাকা থেকে শুরু হয়ে লাখ লাখ টাকা পর্যন্ত গড়ায়।
বিপিএল, আইপিএল, সিপিএলসহ ২০ ওভারের খেলাগুলোতে জুয়ার উন্মাদনা সবচেয়ে বেশি। জুয়া চলে হাট-বাজার, পাড়া-মহল্লার দোকানগুলোতে।
যেখানে একসাথে অনেকের খেলা দেখার সুযোগ আছে চায়ের দোকান, সেলুন ও লন্ড্রিসহ উন্মুক্ত স্থানে। মাঠের খেলাকে নিয়ে আসা হচ্ছে জুয়ার টেবিলে। আর জয়-পরাজয় কখনো কখনো সংঘর্ষে গড়ায়।
পার্শ্ববর্তী দেশগুলোর জুয়ার প্রভাব, এই ভূখণ্ডেও ছড়িয়ে পড়ছে বলে মনে করেছেন অপরাধ বিজ্ঞানী জিয়া রহমান। ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বাজি ধরার প্রবণতা চলতে থাকলে সামাজিক অবক্ষয় ছাড়াও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে যুব সমাজ।
তাই, যুগোপযোগী আইন তৈরির পাশাপাশি, সমাজে সচেতনতা বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের।