স্টাফ রিপোর্টার- দুলাল পালঃ সরকারী নিষেধাজ্ঞা সত্ত্বেও নান্নার নুরুল হক দারুল ইসলাম ফাজিল মাদ্রসায় চলছে রমারমা কোচিং বানিজ্য।
বিভিন্ন ক্লাসের ছাত্র-ছাত্রীদের নিকট থেকে নেওয়া হচ্ছে অগ্রীম তিনহাজার টাকা ও মাসিক কোচিং বেতন এক হাজার টাকা। বিগত বছর সরকার স্কুল-কলেজের শিক্ষকদের কোচিং না করানোর জন্য গেজেট আকার প্রকাশ করে। কিন্তু সরকারি গেজেটের নিয়ন-নীতির তোয়াক্কা না মাদ্রাসা কর্তৃপক্ষ এই কোচিং সেন্টার পরিচালনা করে আসছে।