চলমান ধান সংগ্রহ কর্মসূচিতে সরাসরি কৃষকের নিকট থেকে ধান সংগ্রহ করতে হবে। পাশাপাশি চাল সংগ্রহের ক্ষেত্রে চালের মান নিয়েও কোন প্রকার আপস করা যাবে না। খাদ্য বিভাগকে একটি আলোকিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। বললেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
মন্ত্রী সোমবার খুলনা সার্কিট হাউজে আয়োজিত খুলনা খাদ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, গত দু’মাসে অনেকগুলো খাদ্যগুদাম ও সিএসডি পরিদর্শন করা হয়েছে। যেসব খাদ্য গুদাম ও সিএসডিতে নিম্নমানের চাল পাওয়া গেছে, সে সমস্ত খাদ্য গুদাম কর্মকর্তা ও সিএসডি ম্যানেজারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেককে বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এসময় হুশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, এখন থেকে সাবধান হয়ে যান, দুর্নীতিকে প্রশ্রয় দিবেন না, দুর্নীতি করবেন না।
সারাদেশে ১০ লাখ মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন ২০০ টি প্যাডি সাইলো নির্মাণের কাজ ইতোমধ্যে অনেকখানি এগিয়ে গেছে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, এই প্যাডি সাইলোগুলো নির্মিত হলে অনেক বেশি পরিমাণ ধান কৃষকের কাছ থেকে ক্রয় করা যাবে ও কৃষকের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত হবে।
এর আগে মন্ত্রী মোংলা সাইলো সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সাইলোর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন। যশোর জেলার মহেশ্বরপাশা সিএসডি এবং নওয়াপাড়া খাদ্য গুদামও তিনি পরিদর্শন করেন।
খুলনা বিভাগের বিভাগীয় খাদ্য নিয়ন্ত্রক মহাসিন ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওমর ফারুক, খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আজিজ মোল্লা ও পরিচালক সংগ্রহ জুলফিকার আলীসহ খুলনা খাদ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ।