বিশেষ প্রতিবেদকঃ ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মানবিক কারণে রোহিঙ্গাদের সাময়িকভাবে আশ্রয় দেওয়া হয়েছে। তবে বিশ্ববাসীকে সঙ্গে নিয়ে, কূটনৈতিক তৎপরতা বাড়ানোর মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হবে।’ জানালেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
রোববার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য কামাল আহমেদ মজুমদারের এক সম্পূরক প্রশ্নের জবাবে ত্রাণ মন্ত্রী এসব কথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর হত্যাযজ্ঞ থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সাময়িক আশ্রয় দেওয়া হয়েছে।
ত্রাণমন্ত্রী বলেন, কক্সবাজারসহ অন্যান্য জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা রোহিঙ্গাদের একসঙ্গে থাকার ব্যবস্থা করা হবে। উখিয়ায় দুই হাজার একর জায়গা চিহ্নিত করে সেই জায়গায় তাদের অস্থায়ীভাবে রাখা হবে। দেশে ফিরে যাওয়ার আগ পর্যন্ত তাদের খাওয়া ও চিকিৎসার ব্যবস্থা করা হবে। মানবিক দিক বিবেচনা করে সরকারের এ ব্যাপারে কোনো প্রকার কৃপণতা নেই।
হাতিয়ার ঠেঙ্গারচর যেটাকে প্রধানমন্ত্রী ভাষণচর নাম দিয়েছেন, সেখানেও রোহিঙ্গাদের রাখা হবে উল্লেখ করে ত্রাণমন্ত্রী আরো বলেন, রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক। যত দিন পর্যন্ত তারা দেশে ফিরে যেতে না পারবে, তত দিন তারা এখানে থাকতে পারবে।