14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কীভাবে কালো রঙের লেখা লিখবেন লাল কালি দিয়ে?

admin
February 23, 2016 12:00 pm
Link Copied!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: লাল কালির কলমে কি কখনো কালো রঙের লেখা পাওয়া যাবে? একথা শুনে মনে মনে অনেকেই হাসতে পারেন। বলতে পারেন তাই কি কখনো হয়? কিন্তু বিজ্ঞান বলে হয়।

অবাক হওয়ার কিছু নেই। এটাও আর ১০টা সাধারণ ঘটনার মতো। পরীক্ষা করতে মন চাইলে আমার কথা মন দিয়ে শুনুন।

নীল অথবা সবুজ রঙের একটা কাগজ নিন। আর নিন একটা লাল কালির কলম। এবার ওই কলম দিয়ে নীল কিংবা সবুজ রঙের কাগজের ওপর লিখুন।

কী দেখছেন? লেখা কি লাল রঙের না কালো রঙের। যদি মিথ্যা না বলেন তাহলে আপনার উত্তর হবে- কালো।

এভাবে লাল কাগজ নিয়ে তার ওপর নীল কিংবা সবুজ কালির কলম দিয়ে লিখলেও কালো রঙের লেখা হবে।

এখন প্রশ্ন হচ্ছে, কেন এমন হলো? আসলে বেনীআসহকলার যে সাতটা রং, এর সবগুলো কিন্তু মৌলিক নয়। মৌলিক রঙ মাত্র তিনটি। এই তিনটি রঙের যোগ বিয়োগ করলেই মূলত অন্য রঙগুলো পাওয়া যায়। যেমন লাল রঙের আলোর ওপর সবুজ রঙের আলো ফেললে হলুদ রঙ তৈরি হবে। তেমনি সবুজ আর নীল মেশালে তৈরি হবে সায়ান। নীল আর লাল মেশালে হবে মেজেন্টা। আর লাল, নীল ও সবুজ তিন রংয়ের মিশ্রণ করলে তৈরি হবে সাদা রং।

তেমনি সবুজ কিংবা নীলের সাথে লাল রং মেশালে কালো রং পাওয়া যায়।

http://www.anandalokfoundation.com/