বিনোদন ডেস্ক: সাহসী সুন্দরী কিম কার্দাশিয়ান এবার ছেলের মা হলেন। দুই বছর আগে কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন কিম। মেয়ের নাম রেখেছিলেন নর্থ। এবার কিম-কেনি তাঁদের সদ্যোজাত পুত্রের কী নাম রাখেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
আজ রবিবার সকালে লস অ্যাঞ্জেলসের এক হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিলেন ৩৫ বছরের কিম। এদিন কিমের অফিসিয়াল ওয়েবসাইটে ঘোষণা করা হয়, “KANYE AND I WELCOME OUR BABY BOY!”
গতকালই টুইটারে তিন কোটি সাত লাখ ফলোয়ারকে উদ্দেশ্য করে কিম ছবি পোস্ট করে লিখেছিলেন ,’সন্তানের জন্ম দিতে আমি তৈরি।’