কাশ্মীরের চলমান সংকট ভারতের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশ সরকার বিষয়টি পর্যবেক্ষণ করছে। তবে এ নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না। বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর মিরপুর মাজার রোডে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের দেশের ডেঙ্গু সংকট নিয়ে বলেন, দায় মেটানোর জন্য অকার্যকর ওষুধ ছিটানোর কোনো দরকার নেই। দুই-চার দিনের মধ্যে কার্যকর ওষুধ ঢাকায় আসবে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ডেঙ্গু নিয়্ন্ত্রণে না আসা পর্যন্ত মশক নিধন কার্যক্রম জোরালো ভাবে অব্যাহত থাকবে। আমাদের পরিচ্ছন্নতা কার্যক্রমও চলবে।