14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

শহর জীবানুমুক্ত করতে এবার ঔষধ পানি ছেটাচ্ছে কালীগঞ্জ ফায়ার সার্ভিস টিম

Rai Kishori
April 16, 2020 3:03 pm
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি ॥ করোনার মহামারী ঠেকাতে শহরকে জীবানুমুক্ত রাখতে এবার ঔষধ পানী নিয়ে রাস্তায় নেমেছে কালীগঞ্জ ফায়ার সার্ভিস টিম।

বৃহস্পতিবার সকাল থেকেই তারা তাদের গাড়ীতে করে শহরের বিভিন্ন সড়কে ওই পানি ছেটানো শুরু করে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিস অফিসের ষ্টেশন অফিসার মামুনুর রশিদ জানান, কালীগঞ্জ শহরে পানি ছেটানোর জন্য ঝিনাইদহের ফায়ার সার্ভিস অফিস থেকে একটি গাড়ী কালীগঞ্জে আনা হয়েছে। অস্থায়ীভাবে ওই গাড়ীতে একটি বড় পানির ট্যাংক তুলে তাতে বিলিসিন ও ঔষধ মিশিয়ে শহরে ছেটাচ্ছে।

তিনি আরো জানান, ঝিনাইদহ -৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার ও কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফের সহযোগীতায় পৌরসভা থেকে বিলিসিন ও ঔষধ নিয়ে তাদের ফায়ার সার্ভিসের কর্মীবাহিনী এ কাজ করছে।

বর্তমানে দেশে করোনার মহামারি রোধে এ শহরকে জীবানুমুক্ত করতেই তাদের এ কর্মসূচী অব্যহত থাকবে বলেও জানান তিনি।

http://www.anandalokfoundation.com/