ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন অপুকে আহবায়ক ও শাহেদ কবির লিমনসহ ৫ জনকে যুগ্ম আহবায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে।
গত ৬ মে ঝিনাইদহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক সরোয়ার জাহান বাদশা স্বাক্ষরিক এক পত্রে এ কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
অনুমোদিত কমিটির যুগ্ম আহবায়ক শাহেদ কবির লিমনের নেতৃত্বে গত ১৭ মে এক বর্নাঢ্য শোভাযাত্রা সহকারে তারা ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টুর হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সে সময় উপস্থিত ছিলেন, নবগঠিত কমিটির সদস্য মাসুদ রানা, আল মাসুদ করিম, ইমান আলী, শেখ শাহাবুদ্দীন, রেজাউল ইসলাম, সুমন, সাখাওয়াত, কামরুল, মিলন, মনিরুল, সেলিম ও রিগান।
ফুলেল শুভেচ্ছা শেষে শোভাযাত্রাটি ঝিনাইদহ হয়ে কালীগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগের কার্যালয়ে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক শাহেদ কবির লিমনসহ অনেকে।