14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

Link Copied!

“প্রযুক্তি নির্ভর যুবশক্তি” বহু পাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় মাদারীপুরের কালকিনিতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস – ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও যুব ঋনের চেক বিতরন করা হয়।

আজ মঙ্গলবার (১২ আগস্ট) কালকিনি উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সকাল ১০ টায় উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা ও ২১ জনকে ৩১ লাখ টাকার চেক বিতরণ হয়।

এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফীন। কালকিনি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আযম ফরাজীর সভাপতিত্বে ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তার মোঃ শাহাদাত হোসেনেের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম, কালকিনি উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, বেসরকারি এনজিও কারসার পরিচালক মোঃ মনিরুজ্জামান, হাসিবুল হোসেন হাসান ও জোহরা খাতুনা। আরও উপস্থিত ছিলেন এনজিও প্রতিনিধি,শিক্ষক, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী শ্রেণী মানুষ।

http://www.anandalokfoundation.com/