14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও স্কুল ড্রেস বিতরণ করলেন বিভাগীয় কমিশনার

Link Copied!

মাদারীপুরের কালকিনিতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও কালকিনি উপজেলা  সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের একই রঙের স্কুল ড্রেসের আওতায় আনার লক্ষ্যে প্রায় দুইশতাধিক শিশু শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী ।

আজ মঙ্গলবার (১৮ মার্চ) সকাল সারে ১০টায়  বিভাগীয় কমিশনারের আগমন উপলক্ষে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান জেলা প্রশাসক মোসাঃ ইয়াসমিন আক্তার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ।
বিভাগীয় কমিশনারের আগমন উপলক্ষে বেশ কিছু কর্মসূচি হাতে নেয় উপজেলা প্রশাসন।

কর্মসূচী গুলোর  মধ্যে সকাল ১০ টায় উপজেলায় উপস্থিতি ও উপজেলা সালামি মঞ্চে সালাম গ্রহণ, উপজেলায় নবনির্মিত মুক্তমঞ্চের উদ্বোধন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতাধীন উপজেলার পাংগাশিয়ায় একটি বক্স কালভার্ট এর উদ্বোধনসহ বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন এবং  তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নের নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে চেক বিতরণ করেন। পরে দুপুর ১২ টায় উপজেলার ৭ নং উত্তর কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে ড্রেস বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী ।

প্রাথমিক শিক্ষা হচ্ছে শিক্ষার ভিত্তি প্রস্থ। প্রাথমিকে ভালো শিক্ষা পেলে পরবর্তী শিক্ষা জীবন সহজ হয়ে যায়। তাই প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের নিজের সন্তান মনে করে পাঠদানের জন্য শিক্ষকদের প্রতি নির্দেশ   দেন। প্রধান অতিথি বক্তব্য এসব কথা বলেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোসাঃ ইয়াসমিন আক্তার, ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরিফিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বদিউজ্জামানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

http://www.anandalokfoundation.com/