14rh-year-thenewse
ঢাকা

কালকিনিতে অবৈধভাবে বালু উত্তোলনের মহা-উৎসবে মেতে উঠেছেন স্থানীয় প্রভাবশালীরা, প্রশাসন নির্বিকার

admin
September 20, 2016 11:52 pm
Link Copied!

মো. আমির সোহেল, কালকিনি (মাদীপুর) প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনি উপজেলার পালরদী ও আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসবে মেতে উঠেছে স্থানীয় প্রভাবশালী মহল। নদীর দুই পাড়ে ফসলি জমি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তা ঘাট ভেঙ্গে পরিবেশ ভারসাম্য হুমকির মুখে তারা বালু লুট-পাট করে বিভিন্নস্থানে বিক্রি করছে হরদমে। এদিকে নিয়ম বহির্ভুতভাবে বালু উত্তোলন করায়  নদীর তীরবর্তি এলাকা ভেঙ্গে একাকার হচ্ছে। আর সরকার বঞ্চিত হচ্ছে বিপুল পরিমান রাজস্ব আয় থেকে। কিন্তু এক্ষেত্রে উপজেলা প্রশাসন নির্বিকার।

সরেজমিনে জানাগেছে, উপজেলার ঐতিহ্যবাহি পালরদী ও আড়িয়াল খাঁ নদে বেশ কযেকটি অবৈধ ড্রেজার বসিয়ে প্রভাবশালী মহল ক্ষমতার বলে দিন রাত বালু উত্তোলন করছেন। তারা পালরদী নদীর বড় ব্রীজের পাশে, থানার ব্রীজের গোড়ায়, পখিরা তিন রাস্তার মোড় ও ফাসিয়াতলা বড় ব্রীজের গোড়া থেকে নিয়মিত বালু উত্তোলন করে আসছে। তাতে রাস্তাসহ ব্রীজ সমুহের একটি বড় অংশগুলো ভেঙ্গে পড়ার সম্ভব্যনা রয়েছে বলে এলাকাবাসি জানান। অপরদিকে বালু উত্তোলনের ফলে কৃষি জমি, বসত বাড়ি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ভেঙ্গে নদী গর্ভে বিলিনের পথে। প্রশাসন ও সংশ্লিষ্টদের চোখের সামনেই এই বালুর ব্যবসার হিড়িক চলছে হরদমে। পুরো উপজেলায় যেন বালুর ব্যবসা এখন রমরমায় রুপ নিয়েছে। অনেকে আবার ক্ষোভের সঙ্গে অভিযোগ করে বলেন, দেদারছে অবৈধভাবে বালু উত্তোলনে কাজ চললেও অথচ প্রশাসন চোখ থাকিতে অন্ধের ভুমিকায় পালন করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কৃষক জানান, বিগত দিনের রেকর্ড ভেঙ্গে বালু উত্তোলনের হিড়িক পড়েছে পালরদি ও আড়িয়াল খা নদীতে। এভাবে অবৈধভাবে বালু উত্তোলন চলতে থাকলে আমাগো সমস্ত ফসলি জমি নদী গর্ভে চলে যাবে। আমরা এ বিষয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিলেও কোন কাজ হচ্ছে না।

এব্যাপারে পৌর এলাকার শিকারমঙ্গল গ্রামের গৃহবধু টুলু বেগমসহ বেশ কয়েকজন অভিযোগ করে বলেন, আমাদের বসত বাড়ির পাশে পালরদি নদীতে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে এতে আমাদের বসত বাড়ি ভেঙ্গে যাওয়ার উপক্রম হয়েছে। বালু উত্তোলনকারীরা প্রভাবশালী হওয়ায় আমরা ভয়ে কিছু বলতে পারছিনা।

উপজেলা ভুমি কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন, এ বিষয় অভিযোগ পেয়েছি। সময়ের অভাবে অবৈধ ড্রেজারের উপর অভিযান চালাতে পারছিনা। তবে এক সপ্তাহের মধ্যে নদীতে অভিযান পরিচালনা কার হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শাম্মী আক্তারের সাথে মোবাইল ফোনে মঙ্গলবার দুপুর ১২ টার দিকে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

মাদারীপুর জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বলেন, অবৈধ ড্রেজার উপজেলার যে সমস্থ জায়গায় চলছে। সেই সমস্থ জায়গায়  গিয়ে ব্যবস্থা নেয়া হবে।

http://www.anandalokfoundation.com/