আঃ জলিল, বিশেষ প্রতিনিধিঃ যশোরের চৌগাছা-পুড়াপাড়া সড়কের শ্যামনগর মোড়ে একটি পাটক্ষেত থেকে কার্টুনেবন্দি একটি নবজাতক উদ্ধার করেছে স্থানীয় কৃষকরা।
মহেশপুর থানা সেটি পুলিশ হেফাজতে নিয়েছে। তবে মহেশপুর থানার ওসি মোরশেদ খান বলেছেন ওটি নবজাতক নয় ভ্রুণ।
আজ মঙ্গলবার পাঁচটার দিকে চৌগাছা-পুড়াপাড়া সড়কের শ্যামনগর মোড়ের পুড়াপাড়া ফিলিং ষ্টেশনের পাশের একটি পাটক্ষেত থেকে কার্টুনে ভর্তি ওই নবজাতক কে উদ্ধার করে স্থানীয় কৃষকরা।
তারা জানিয়েছেন, দুপুর আড়াইটার দিকে চৌগাছা-পুড়াপাড়া সড়কের শ্যামনগর মোড়ে অবস্থিত পুড়াপাড়া ফিলিং স্টেশনের সামনে সড়ক দুর্ঘটনায় পাশ্ববর্তী চুটারহুদা গ্রামের এনামুল নামে এক ব্যক্তি নিহত হয়।
আশেপাশের চৌগাছা ও মহেশপুর উপজেলার কয়েকটি গ্রামের মানুষ সেই মৃতদেহ দেখতে ভিড় জমায়। এসময় ওই নবজাতকটিকে কেউ কার্টুনে ভরে ফেলে রেখে যায়। পরে ওই মাঠে কর্মরত কৃষকরা কাজ শেষ করে বাড়ি ফেরার পথে বিকাল ৫টার দিকে কার্টুনটি দেখে পাকা সড়কে নিয়ে এসে খুলে কার্টুনের ভিতর প্রায় পরিপক্ক একটি ফুটফুটে নবজাতকের দেহ দেখতে পায়। সেটির হাত-পা-মুখ-মাথা সবই স্পষ্ট বোঝা যাচ্ছে।
মান্দারবাড়িয়া ইউনিয়ন পরিষদের শ্যামনগর ওয়ার্ডের মেম্বর মাওলানা আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করে বলেন স্থানীয়দের মাধ্যমে কার্টুন ভর্তি নবজাতক উদ্ধারের সংবাদ পেয়ে মহেশপুর থানায় জানিয়েছি।
মহেশপুর থানার ওসি মোরশেদ খান বলেন ওটিকে নবজাতক বলা যাবে না, ওটি ভ্রুণ। কে বা কারা ফেলে গেছে। রহস্য উদঘাটনে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান তিনি।