মধুখালী প্রতিনিধি: “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় সোমবার (২৬-১০-২০২০) ইং সকালে কামারখালী এবং ডুমাইন ইউনিয়নে গরীর ও অসহায় মানুষের জন্য প্রতি কেজি ১০ টাকা দরে ৩০ কেজি চাউল ৩০০ টাকায় জনপ্রতি বিতরন করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন-কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ^াস (বাবু) ও ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম (মাসুম) কামারখালী ইউ.পি. সদস্য মোঃ আবুল কালাম (জামাল) ও কামারখালী ইউনিয়নের ডিলার মোঃ এ.বি.এম. মিরোজ (বুলু) এবং ডুমাইন ইউনিয়নের ডিলার মোঃ শাকির আহম্মেদ টোকন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
জানা যায় কামারখালী ইউনিয়নে ৪৬২জন এবং ডুমাইন ইউনিয়নে ৪৯৭ জন এই আওতায় আছে। এই চাউল প্রতিমাসের সপ্তাহে সোম, মঙ্গল, বুধবার এই তিনদিন বিতরন করা হয়।