অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশনে মহান বিজয় দিবসযথাযোগ্য মর্যাদা ও উৎসব মুখর পরিবেশে ভার্চুয়ালি উদ্যাপিত হয়।অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশন এ অনুষ্ঠানের আয়োজন করে।
১৬ ডিসেম্বর দিনের শুরুতে বাংলাদেশ হাউজে হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারচিরঞ্জীব সরকার জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু করেন। জাতীয় পতাকা উত্তোলনের সাথে সাথে জাতীয় সংগীত বাজানো হয়। হাইকমিশনের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। পতাকা উত্তোলনের পর জাতির পিতা বঙ্গবন্ধুসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পরে করোনা মহামারির কারণে কানাডার ১০টি প্রদেশ ও তিনটি টেরিটরির বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ ভার্চুয়ালি এ অনুষ্ঠানে যোগদান করেন। মিশনের কাউন্সেলর মোঃ সাখাওয়াৎ হোসেন অনুষ্ঠানটির সঞ্চালনা করেন।
বিজয় দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা প্রদর্শন করা হয়। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়
শুরুতেই ভারপ্রাপ্ত হাইকমিশনার চিরঞ্জীব সরকার জাতির পিতাসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি অনুষ্ঠানে যুক্ত অতিথিদের ধন্যবাদ প্রদান করে উল্লেখ করেন যে, বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। তিনি সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।