14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কাজী নজরুল ইসলামের পুত্রবধু উমা মুখার্জী আর নেই

Dutta
January 16, 2020 1:02 pm
Link Copied!

নিজস্ব সংবাদদাতাঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পুত্রবধু উমা কাজী ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক গমন করেছেন। তিনি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পুত্রবধু, কাজী সব্যসাচীর স্ত্রী এবং খিলখিল কাজী মিষ্টি,  বাবুল কাজীর মাতা। গতকাল ঢাকার বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালীন উনার বয়স হয়েছিল ৮০ ।

উমা মুখার্জী (পরবর্তীতে উমা কাজী) একজন নার্স ছিলেন ততকালীন একটি হাসপাতালে। পরবর্তীতে ভাগ্যক্রমে বিদ্রোহী কবিকে সেবা বা দেখাশোনার দায়িত্ব পান তিনি। কাজী নজরুল ইসলামের একমাত্র নিকটতম সেবিকা ছিলেন উমা। তাঁর কাজ কর্মে প্রমীলা দেবীসহ মুগ্ধ হন কাজী নজরুল ইসলাম (যদিও বা কবি তখন কথা বলতে এবং লিখতে পারতেন না কিন্তু উনার অনুভূতি গ্রন্থি খুবই সচল ছিল,যা চাইতেন ইশারায় চাইতেন)। তাই উনারা দুজনই মিলে বড় পুত্র কাজী সব্যসাচীর সঙ্গে উমা মুখার্জির বিয়ে দেন। বিয়ের পর  উমা মুখার্জি হয়ে যায় উমা কাজী।

জাতীয় কবির অসুস্থাবস্থায় যাঁরা কবির সেবায় নিয়োজিত ছিলেন উমা কাজী ছিলেন তাদের মধ্যে অন্যতম। সেবাতে সারাটি জীবন (কবির মৃত্যুর আগ পর্যন্ত) কাটিয়ে দিলেন।কাজী নজরুল ইসলামের একমাত্র নিকটতম সেবিকা ছিলেন (পরবর্তীতে পুত্রবধূ)। উমা কাজী কবিকে শিশুর মতই দেখাশোনা করতেন সেবা করতেন। উমার স্বামী কাজী সব্যসাচী মারা গিয়েছিলেন ১৯৭৯ সালে।

উমা বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। অবশেষে গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আল্লাহ প্রিয় কবি এবং উনার পুত্রবধূকে জান্নাতবাসী করুন(আমিন)।

http://www.anandalokfoundation.com/