14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

করোনা আক্রান্তের সংখ্যা ৫’শ ছাড়ালো যশোরে

Rai Kishori
June 27, 2020 12:44 pm
Link Copied!

আবুল কালাম আজাদ, যশোর:  যশোরে করোনা আক্রান্তের সংখ্যা ৫’শ ছাড়িয়েছে। আজ শনিবার নতুন করে আরও ৪৪জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ঘন্টায় ১২৮ টি নমুনা পরীক্ষা করে এ ফলাফল পাওয়া যায়। এ নিয়ে জেলায় মোট আক্তান্ত ৫১০জন করোনায় আক্রান্ত। মারা গেছেন ৮জন আর সুস্থ হয়েছেন ১৫৭ জন।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারের পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানিয়েছেন, আজ ২৭ জুন যশোরের ১২৮ জনের নমুনা পরীক্ষা করে ৪৮ জনের ও সাতক্ষীরার ৫৮ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।
অর্থাৎ যবিপ্রবির ল্যাবে মোট ১৮৬ জনের নমুনা পরীক্ষা করে ৫৭ জনের করোনা পজিটিভ এবং ১২৯ জনের নেগেটিভ ফলাফল এসেছে।
এ বিষয়ে যশোর সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ৪৮জনের করোনা পজেটিভ রেজাল্ট এসেছে। যার মধ্যে ৪টি নমুনা ফলোআপ। যারা আক্রান্ত হয়েছেন তাদের অবস্থান নিশ্চিত হওয়ার চেষ্টা করছি। তিনি বলেন, আক্রান্তদের ঠিকানা নিশ্চিত হয়ে সেসব এলাকা লকডাউন করার চেষ্টা করা হচ্ছে।
http://www.anandalokfoundation.com/