14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

করোনার ভ্যাকসিন কিনতে ৫’শ মিলিয়ন ডলার আর্থিক সহায়তা চেয়ে বাংলাদেশের চিঠি

Dutta
October 18, 2020 4:18 pm
Link Copied!

করোনার ভ্যাকসিন কিনতে ৫’শ মিলিয়ন ডলার আর্থিক সহায়তা চেয়ে ঢাকার জাপান দূতাবাসকে চিঠি দিয়েছে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)।

জানা যায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী গত সপ্তাহে জাপান দূতাবাসে চিঠিটি পাঠানো হয়।

এ প্রসঙ্গে ইআরডির একজন সিনিয়র কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ইতোমধ্যে বিভিন্ন উন্নয়ন অংশীদার দেশকে বাংলাদেশের তহবিলের প্রয়োজনীয়তা সম্পর্কে জানানো হয়েছে। বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের কাছ থেকেও তহবিল নেয়া হবে।

জাপানকে দেয়া চিঠিতে ইআরডি লিখেছে, দেশের সব নাগরিককে টিকার আওতায় আনতে সম্ভাব্য ব্যয় হবে এক দশমিক ৬৫ বিলিয়ন থেকে দুই বিলিয়ন মার্কিন ডলার। জনপ্রতি দুই ডোজ ভ্যাকসিনের জন্য ১০ থেকে ১২ ডলার খরচ ধরে ১৬৫ মিলিয়ন জনসংখ্যার জন্য ধরা হয়েছে এই খরচ। এ পরিস্থিতিতে বাংলাদেশ সরকার ভ্যাকসিন সংগ্রহের জন্য ৫০০ মিলিয়ন ডলার সহায়তা দিতে জাপান সরকারকে অনুরোধ জানাচ্ছে।

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও বাংলাদেশ সরকার জরুরি চিকিৎসা সরবরাহের জন্য তিন মিলিয়ন ডলার অনুদানের একটি চুক্তি সই করেছে। এ ছাড়া ইআরডি ভ্যাকসিন কেনার জন্য এডিবির কাছ থেকে আরও ৩৫০ মিলিয়ন ডলার চাইবে। একইভাবে, বিশ্বব্যাংকের কাছ থেকে প্রায় এক বিলিয়ন ডলার আর্থিক সহায়তাও চাইবে ইআরডি।

http://www.anandalokfoundation.com/