নিজস্ব প্রতিবেদক: শিক্ষা অধিদপ্তরের(মাউশি) বেশ কয়েকটি পদে চূড়ান্ত নিয়োগ আটকে আছে দীর্ঘদিন হলো। সরকার কোনো উদ্যোগ গ্রহণ না করায় এই অধিদপ্তরের বেশ কয়েকটি পদে দীর্ঘদিন নিয়োগ বঞ্চিত আছেন বহু চাকুরি প্রার্থী। তাদের সব ধরনের পরীক্ষা হয়ে যাবার পরও রেজাল্ট ঘোষণা দিতে টালবাহানা শুরু করেছে সরকার। যে কারণে বেশ কয়েকটি পদে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে না।
রোববার এসব নিয়ে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ভূক্তভোগী চাকুরি প্রত্যাশীরা। এদিন তাদের সঙ্গে উপস্থিত ছিল পরীক্ষা অংশ নেওয়া একাধিক ছাত্র ছাত্রীরা যাদের মধ্যে ফারজানা, আকরাম হোসেন, জুবায়ের, এরশাদ, মইন উদ্দিন, লিটন কুমার, লিটন আহমেদ দেখা যায়।
বক্তারা বলেন, এই মুহূর্তে আমরা বাংলাদেশের একটি ভৌতিক এবং একই সাথে প্রহসনমূলক নিয়োগ প্রক্রিয়ার চিত্র তুলে ধরতে চাই ।
গত ২২ অক্টোবর ২০২০ সালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে ২৮ ক্যাটাগরিতে ৪০৩২ জন জনবল নিয়োগের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল।২০২১ এর আগস্ট মাসে লিখিত পরীক্ষা সম্পন্ন হয়।
একই স্মারকের নিয়োগ বিজ্ঞপ্তি হওয়া সত্ত্বেও প্রদর্শক, গবেষণা সহকারী, সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার, ল্যাবরেটরি সহকারীতে ৬১০টি পদ বাদে অন্যান্য পদগুলোতে চূড়ান্ত ফলাফলের মাধ্যমে প্রার্থীরা যোগদান করে প্রায় দেড় বছর ধরে চাকরি করছে।
কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ৬১০ টি পদের লিখিত পরীক্ষার ফলাফল বিজ্ঞপ্তি প্রকাশের চার বছর পরে ২০২৪ সালের ২৪ শে এপ্রিল প্রকাশিত হয়।
গত ৪ মে ২০২৪ ইং থেকে মৌখিক পরীক্ষা শুরু হয়ে ৬ জুন ২০২৪ তারিখে সকল পদের ভাইভা সমাপ্ত হয় । ভাইভাতে অংশগ্রহণ করেন ৬০০০ এর অধিক প্রার্থী ।
বিভিন্ন ক্যাটাগরির ৪০৩২ টি পদের নিয়োগ বিজ্ঞপ্তির বিভিন্ন ক্যাটাগরির ৩৪২২ জনের চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে তাদের চাকুরীতে যোগদানের দেড় বছর পূর্ণ হলেও একই সারকুলার ও একই স্বারক নাম্বারের প্রদর্শক, গবেষণা সহকারী, সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার, ল্যাবরেটরি সহকারীতে ৬১০টি পদের চূড়ান্ত ফলাফল এই পাঁচ বছরেও আলোর মুখ দেখেনি। ভাইভা শেষ হয়েছে এক বছর।
তারা আরো বলেন, ৫ আগস্ট ২০২৪ এ দেশের প্রেক্ষাপট পরিবর্তন হলে ডিজি, মাউশি এবং পরিচালক, প্রশাসন নিয়োগ না হওয়ায় ভাইভার রেজাল্ট নিয়ে একটি দীর্ঘসূত্রিতা তৈরি হয়। রেজাল্ট প্রকাশের জন্য প্রার্থীদের নানাবিধ প্রচেষ্টা অব্যাহত থাকে এবং ডিজি নিয়োগ হওয়ার পর মাউশির ডিজি এবং ডিডি আমাদেরকে জানায় পরিচালক, প্রশাসন নিয়োগ হওয়ার ২ দিনের মধ্যেই আমরা চূড়ান্ত ফলাফল প্রকাশ করবো। কিন্তু পরিচালক, প্রশাসন নিয়োগের প্রায় ৩ মাস অতিবাহিত হলেও বর্তমানে এই ফলাফল প্রকাশ নিয়ে একটি ধুম্রজাল পরিস্থিতি তৈরি হয়েছে ।
রেজাল্ট এর সমস্ত কাজ চূড়ান্ত, এই বিষয়ে বিভিন্ন সময়ে নিয়োগ কমিটির সদস্য সচিব ও উপ- পরিচালক, প্রশাসনের শাহ্জাহান স্যার আমাদের নিশ্চিত করেন। এমন সময়ে ২১ এপ্রিল ২০২৫ইং সর্বশেষ ডিপিসি’তে রেজাল্ট প্রকাশের কথা থাকলেও মন্ত্রণালয়ের শিক্ষা সচিব স্যারের অজুহাতে চূড়ান্ত ফলাফল প্রকাশে মাউশি অনীহা প্রকাশ করে এবং এক ধরনের ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করে। এ অবস্থায় মাউশির সাথে কথা বলতে গেলে তারা বলেন ফলাফল শিক্ষা মন্ত্রণালয়ের সচিব স্যারের অনুমতির অপেক্ষায় প্রকাশিত হচ্ছে না।
অপরদিকে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব স্যার তার এপিএস এর মাধ্যমে বলেছেন ওনারা ফলাফল প্রকাশের জন্য সমস্ত প্রক্রিয়া শেষ করেছেন মাউশি চাইলে যেকোনো সময় রেজাল্ট প্রকাশ করতে পারে।
আমাদের লিখিত পরীক্ষায় দুর্নীতি, ডিভাইস কেলেংকারী কিংবা প্রশ্ন ফাঁসের কোনো ঘটনা ঘটেনি তবুও ঠিক কী করে শিক্ষা সচিব স্যার, ডিজি, পরিচালক প্রশাসন এবং উপ-পরিচালক কোন উদ্দেশ্যে ফলাফল প্রকাশে বিলম্ব করছে সেটি আমাদের বোধগম্য নয় বলেই আজ কে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা দেশবাসী ও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করতে চাই।
এখানে আরও উল্লেখ্য যে, জনপ্রশাসন মন্ত্রণালয় দ্রুত শূন্যপদ পূরণের নির্দেশনা দিলেও শিক্ষা মন্ত্রণালয় সে নির্দেশনা পালন করছে না।