13yercelebration
ঢাকা

কনকনে শীতে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ

ডেস্ক
December 13, 2024 7:50 am
Link Copied!

কনকনে শীতে ঘন কুয়াশার কারণে পদ্মার মাঝ নদীতে আটকে আছে ছোট-বড় ৪টি ফেরি। গতকাল মধ্য রাত থেকে পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা কাজিরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌ-রুট ফেরি চলাচল বন্ধ। পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছে যাত্রী, শ্রমিক ও ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত ২টা থেকে এই রুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এতে দুর্ভোগে পড়েছে যাত্রী, শ্রমিক ও ব্যবসায়ীরা।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার রাতে কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। মধ্য রাতে কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। পরে রাত ২টার দিকে দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এতে এখনও মাঝ নদীতে আটকে পড়ে আছে ছোট-বড় ৪টি ফেরি।

বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ সালাম হোসেন জানায়, ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার মাত্রা কেটে গেলে ফেরি চলাচল ফের স্বাভাবিক করা হবে।

http://www.anandalokfoundation.com/