বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (৩ মার্চ) দুপুর সাড়ে ৩টার দিকে শেখ হাসিনা বিএসএমএমউতে যান। এ সময় হাসপাতালে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে, রোববার (৩ মার্চ) সকালে ওবায়দুল কাদেরকে বিএসএমএমইউ-তে ভর্তি করা হয়। সেখানে এনজিওগ্রাম শেষে তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। এর মধ্যে একটি ব্লকে রিং পরানো হয়। রিং পরানোর পর তাকে কার্ডিওলজি বিভাগের সিসিইউতে রাখা হয়েছে।
এদিকে, ওবায়দুল কাদেরের চিকিৎসায় বিএসএমএমইউয়ের কার্ডিওলজি বিভাগের পক্ষ থেকে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।