স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আজ ছয় দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যাচ্ছেন। বাসস জানায়, আজ দুপুর ১২টা ১৫ মিনিটে এমএইচ-১০৩ বিমানযোগে মালয়েশিয়ার উদ্দেশে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন তিনি।
এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে থাকবেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর মো. খালেদ আখতার (অব.)। সফর শেষে আগামী ৫ সেপ্টেম্বর দেশে ফিরবেন এরশাদ।