14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোল কাস্টমস কম্পাউন্ডে এম্পোরিয়াম ডিউটি ফ্রি শপের উদ্ভোধন

Brinda Chowdhury
January 28, 2020 6:01 pm
Link Copied!

আঃ জলিল শার্শা বেনাপোল থেকেঃ আন্তর্জাতিক চেকপোষ্ট কাস্টমস কম্পাউন্ডে এম্পোরিয়াম ডিউটি ফ্রি শপের শুভ উদ্ভোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে বেনাপোল কাস্টম হাঊসের কমিশনার বেলাল হোসাইন চৌধুরী ফিতা কেটে ডিউটি ফ্রি শপের শুভ উদ্ভোধন করেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেনাপোল কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার ড. সেয়দ নেয়ামুল ইসরাম , বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন,বেনাপোল বন্দর পরিচালক আব্দুল জলিল, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত ওসি মামুন খান,ডিউটি ফ্রি শপের এমডি আলোক কুমার দাস , প্রেসকাব বেনাপোলের সভাপতি আলহাজ¦ মহাসিন মিলন, জি এম পারভেজ আলম,সিওএফ সুজন কুমার,ডিউটি ফ্রি শপের বেনাপোল শাখার ম্যানেজার মাহফুজ হাসান,প্রেসকাব বেনাপোলের সাধারন সম্পাদক রাশেদুর রহমান রাশু।

ডিউটি ফ্রি শপের এমডি অলোক কুমার দাস বলেন ডিউটি ফ্রী শোপে বিদেশী পাসপোর্ট যাত্রীদের জন্য মান সম্মত বিদেশী পণ্য রাখা হয়েছে। তারা চাইলেই পাসপোর্ট শো করে চাহিদামত পন্য খ্রয় করতে পারবেন
http://www.anandalokfoundation.com/