13yercelebration
ঢাকা

এক যুগের দ্যা নিউজ

ডেস্ক
January 2, 2023 7:19 am
Link Copied!

সেই ২০১১ সালের শেষের দিকে মাথায় জোরালো ভর করলো যে পত্রিকা চালু করার। ডিসেম্বর নাম সার্চ করে পছন্দ করলাম দ্যা নিউজ। ডোমেইন হোস্টিং কিনে নিলাম। কাকরাইলে প্রথম অফিস নিয়ে ২০১২ সালের আজকের দিনে ২ জানুয়ারি পথ চলা শুরু হয়ে আজ একযুগের পথে চলছে। ২০১৩ সালে নিউজ টাইম মিডিয়া লিমিটেড নামে কোম্পানী রেজিস্ট্রেশন ও ট্রেড লাইসেন্স হলো। ২০১৪ সালের শুরুতে তথ্য মন্ত্রণালয়ে তালিকাভুক্তির জন্য আবেদন জমা দিলাম। তথ্য উপাত্ত যাচাই বাছাই করে মার্চ মাসে এক্রেডিটেশন কার্ড ইস্যু করলো তথ্য অধিদপ্তর। শুরু হলো প্রথম শ্রেণীর অনলাইন পত্রিকার পথ চলা। সচিবালয়, জাতীয় সংসদ, নির্বাচন কমিশনসহ সমস্ত দপ্তরে নিয়মিত সংবাদ সংগ্রহে পদচারণা। এভাবেই আজ বারো বছরে পদার্পণ দ্যা নিউজ।

দ্বাদশ বছরে দ্যা নিউজের সাংবাদিক, পাঠক, বিজ্ঞাপন দাতা, শুভানুধ্যায়ীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা। এভাবে সকলকে নিয়ে একসাথে বাকি পথ চলতে পারি সেই প্রার্থনা পরম পিতার নিকট। সকলের আশীর্বাদ ও সহযোগিতা একান্ত কামনা।

আসুন সকল হিংসা-বিদ্বেষ ভুলে দেশ-ভাষা-সংস্কৃতির পথে সুন্দর শিক্ষিত সমৃদ্ধ একটি জাতি গঠন করি এবং বিশ্বকে একটি শ্রেষ্ঠ জাতি উপহার দিই। আজ যুগের পথে চলার প্রথম দিনে এই হোক আগামী দিনের অঙ্গীকার।

http://www.anandalokfoundation.com/