সুজন পাল নোয়াখালীঃ আসন্ন নোয়াখালী চাটখিল পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে উৎসাহ-উদ্দীপনার যেন শেষ নেই। পাড়ায় মহল্লায় চলছে আলোচনা সমালোচনা। চাটখিল পৌরসভার বিভিন্ন ওয়ার্ড পর্যবেক্ষণ করে দেখা গেছে, মেয়র পদের প্রার্থীরা দিন-রাত কর্মী-সমর্থকদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। প্রচারণায় দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি।
মোট প্রার্থী ছয় জন নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ভিপি নিজাম উদ্দিন, ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মেয়র মোস্তফা কামাল, নারিকেল গাছ প্রতীক নিয়ে জামায়াতে ইসলামী বাংলাদেশ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্ল্যাহ, মোবাইল ফোন প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী সনাতন ধর্মের কার্তিক দেবনাথ এবং চামচ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী নাজমুল ইসলাম। সহ সকল ওয়ার্ড কাউন্সিলর গণ শেষ পর্যায়ের প্রচার প্রচারণার কোন প্রার্থী থেকে কোন প্রার্থীর কমতি নেই।
নির্বাচনকে কেন্দ্র করে চাটখিল পৌরবাসী উৎসবে মেতে উঠেছে সকলের একটাই চাওয়া সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন উপহার। এই বিষয়ে চাটখিল উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম বলেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকারের দায়িত্বে দেশ যেমন উন্নয়ত হচ্ছে তেমনি সারা দেশে নির্বাচনও সুষ্ঠু নিরপেক্ষ হচ্ছে আমি আশা করি সারাদেশের মত চাটখিল পৌর নির্বাচনে ও আমরা সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন উপহার পাবো এবং বিশাল ব্যবধানে নৌকা ভোটে জয় লাভ করবে।
জনগণ এখন নৌকাতে বিশ্বাসী। নির্বাচনে নিরাপওা বিষয়ে জানতে চাইলে চাটখিল থানার অফিসার ইন চার্জ বলেন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রশাসন বদ্ধ পরিকর। চাটখিল পৌরবাসীকে সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন উপহার দেব।