স্থানীয় সরকার দিবস উপলক্ষে বরিশালের গৌরনদীতে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ সুকান্ত বাবু হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আব্দুল্লাহ খানের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, ওসি মো. আফজাল হোসেন,
ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু সহ অন্যান্যরা।
মেলায় আগত ৩১টি স্টলের মধ্যে গৌরনদী পৌরসভাকে প্রথম, মাহিলাড়া ইউনিয়ন পরিষদকে দ্বিতীয় ও উপজেলা প্রকৌশল দপ্তরকে তৃতীয় ঘোষনা করে পুরস্কার বিতরণ করা হয়। একইদিন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে চারটি হুইল চেয়ার, একটি স্ক্রেচ ও দুইটি শ্রবন মেশিন বিতরণ করা হয়। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।