13yercelebration
ঢাকা

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে ওবায়দুল কাদের

Rai Kishori
March 4, 2019 6:03 pm
Link Copied!

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়া হচ্ছে। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তাকে চিকিৎসা দেয়া হবে।

 বিএসএমএমইউ থেকে বিকেল সোয়া তিনটার দিকে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেয়। পৌনে চারটার দিকে বিমানবন্দর পৌঁছায়। সোয়া চারটার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেয়।

ওবায়দুল কাদেরের সঙ্গে যাচ্ছেন পরিবার ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের মেডিকেল বোর্ডের সদস্যরা। যে এয়ার অ্যাম্বুলেন্সটিতে করে কাদেরকে সিঙ্গাপুরে নেয়া হচ্ছে সেটিতে করেই মাউন্ট এলিজাবেথ হাসপাতালের তিন সদস্যের চিকিৎসক প্রতিনিধি দল রোববার সন্ধ্যায় ঢাকায় আসেন। তারও আগে বেলা আড়াইটার দিকে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া সংবাদ সম্মেলন করে তাকে সিঙ্গাপুর নেয়ার কথা জানান।

কনক কান্তি আরও বলেন, ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে নিতে চাইলে এখনই উপযুক্ত সময়। তাকে যত দ্রুত সম্ভব সিঙ্গাপুরে নেয়া হবে। উপমহাদেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবীপ্রসাদ শেঠী ওবায়দুল কাদেরকে দেখার পরেই তার পরামর্শে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।

বিএসএমএমইউ’র উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ভারতের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবীপ্রসাদ শেঠীর পরামর্শে তাকে দ্রুত সিঙ্গাপুর নেয়ার প্রক্রিয়া চলছে। গতকাল সন্ধ্যা থেকে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে। ওবায়দুল কাদেরের সঙ্গে সিঙ্গাপুরের একটি চিকিৎসক প্রতিনিধি দলও এয়ার অ্যাম্বুলেন্সে থাকবেন।

আজ সোমবার দুপুর ২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) লাইফ সাপোর্টে থাকা সেতুমন্ত্রীর শয্যাপাশে যান ডা. দেবীপ্রসাদ। এ সময় তার সঙ্গে ছিলেন ওবায়দুল কাদেরের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা। পাশাপাশি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে আসা তিন বিশেষজ্ঞ চিকিৎসক দলও দেবী শেঠির সঙ্গে ওবায়দুল কাদেরের সবশেষ শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন। ওবায়দুল কাদেরকে দেখে মেডিকেল বোর্ডের সঙ্গে জরুরি বৈঠকে বসে ডা. দেবী শেঠি সিঙ্গাপুরে যাওয়ার পরামর্শ দেন।

http://www.anandalokfoundation.com/