14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

উদ্ভাবনী স্টার্টআপের খোঁজে শুরু হলো আইডিয়াথন প্রতিযোগিতা

Dutta
September 19, 2020 9:45 pm
Link Copied!

উদ্ভাবনী স্টার্টআপের খোঁজে তথ্যপ্রযুক্তি বিভাগের আইডিয়া প্রকল্পের উদ্যোগে শুরু হয়েছে আইডিয়াথন প্রতিযোগিতা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক ডিজিটাল প্লাটফর্মে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে আজ আনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, জাতিগতভাবে আমাদের তরুণদের ঝুঁকি নেওয়ার যোগ্যতা রয়েছে। তারা ঝড়-জলোচ্ছ্বাস মোকাবিলা করেই বেঁচে থাকে। তারা নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে বিশ্ব জয় করবে। প্রতিমন্ত্রী দেশে ইনোভেশন এবং এন্টাপ্রেনিউর ইকোসিস্টেম গড়ে তুলতে সরকার, একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির যৌথভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্ঞানভিত্তিক, প্রযুক্তিনির্ভর, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তরুণ উদ্যোক্তাসহ সকলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে জানানো হয়, প্রতিযোগিতায় বিজয়ী ৫ উদ্যোক্তা পাবে দক্ষিণ কোরিয়াতে ৬ মাসের প্রশিক্ষণ, ইনকিউবেশন, ফান্ডিং, আন্তর্জাতিক পেটেন্টসহ কপিরাইট ও ট্রেডমার্ক নিবন্ধনের সহযোগিতা। এছাড়া সেরা ২৫ উদ্যোক্তা পাবে বিশেষ মেনটরিং এবং সম্মাননাপত্র। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাংলাদেশের তথ্যপ্রযুক্তিভিত্তিক আগ্রহী স্টার্টআপগুলো অনলাইনে প্রাথমিক নিবন্ধন করতে পারবেন। ২১ নভেম্বর ২০২০ পর্যন্ত নিবন্ধন করা যাবে।

আইডিয়া প্রকল্পের পরিচালক সৈয়দ মজিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্যপ্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম, বিসিসির নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব, বিজিএমইএ সভাপতি রুবানা হক এবং স্টার্টআপ প্রকল্পের এডভাইজার টিনা এফ জাবিন।

‘লেটস স্টার্ট ইউ আপ’ স্লোগানে শুরু হওয়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন ৩০টির বেশি সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই ও বিভিন্ন ট্রেড অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা।

http://www.anandalokfoundation.com/