14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

উত্তরপ্রদেশে ১০০ বিঘা জমির জন্য প্রকাশ্যে পুরোহিতকে গুলি

Dutta
October 11, 2020 3:43 pm
Link Copied!

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদকঃ সম্প্রতি কর্নাটকে তিন পুরোহিতকে পাথর দিয়ে মাথা থেতলে হত্যা, কিংবা রাজস্থানে নৃশংস ভাবে পুরোহিত পুড়িয়ে মারার ঘটনাবলী বিনা প্রতিবাদে বিস্মৃতির অন্তরালে চলে যাওয়ার আগেই, উত্তরপ্রদেশে প্রকাশ্যে গুলি করা হলো এক পুরোহিতকে।

উত্তরপ্রদেশের গোণ্ডা জেলার হটিজাথোক থানার মনোরমা মন্দির থেকে পূজা করে ফেরার সময়, শনিবার ১০ অক্টোবর রাতে পুরোহিত সম্রাট দাসকে গুলি করা হয়।

মনোরমা মন্দিরটি ১০০ বিঘা জমির উপর প্রতিষ্ঠিত। ওই জমির উপর লোলুপ দৃষ্টি ছিল মাফিয়া ডনদের।

হামলায় আহত সম্রাট দাসকে প্রথমে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে ওনাকে লখনউয়ের হাসপাতালে রেফার করা হয়। জানিয়ে দিই, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে মন্দিরের মহন্ত সীতারাম দাসকে সশস্ত্র সুরক্ষা দেওয়া হয়েছিল, কিন্তু মন্দিরের পুরোহির সম্রাট দাসকে শুধু হোম গার্ডের সুরক্ষাই দেওয়া হয়েছিল। পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে।

পুলিশের অনুমান, ওই জমির পাওয়ার জন্য উত্তরপ্রদেশের মাফিয়া ডনরা এ কাজ করেছে যারা সেক‍্যুলার রাজনীতিবিদ ও পাকিস্তানপন্থীদের দ্বারা দারুণভাবে অনুপ্রাণিত।

কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী দলিত-মুসলিম ও আদিবাসীদের অধিকার রক্ষার নামে নতুন স্লোগান তুলেছেন। রাহুল গান্ধীর হিন্দু বিদ্বেষী- তথা হিন্দু সমাজের অমানবিক বর্ণ বিভাজন উস্কে দেওয়া বক্তব্যের পর, পুরোহিতের উপর এই গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

বিশেষজ্ঞ মহলের অভিমত, রাহুল গান্ধীর বিভেদ-বিদ্বেষ মূলক বক্তব্য, প্রাক-পার্টিশন উত্তাল সময়কালীন যোগেন মণ্ডলের বক্তব্যের কথা স্মরণ করিয়ে দেয়।

http://www.anandalokfoundation.com/