ভ্রাম্যমান প্রতিনিধি: গাজীপুর মীরেরবাজার এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ জুন) ভোরে দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, যশোরের শার্শা থানার কেরালখারী এলাকার মো. সায়েদ আলীর ছেলে মো. লিটন মিয়া (২৮), তার ছোট ভাই টিটিন মিয়া (২২) ও কক্সবাজারের টেকনাফ থানার কোনাপাড়া এলাকার লাল মিয়ার ছেলে আমির হোসেন (২৬)।
জয়দেবপুর থানার পুবাইল পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুস ছালাম জানান, গাজীপুর সিটি করপোরেশনের মীরেরবাজার এলাকায় ধীরাশ্রম-মীরেরবাজার সড়কে পান বোঝাই একটি পিকআপ থেকে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ সময় পিকআপে থাকা তিনজনকে আটক করা হয়েছে। ইয়াবাগুলো কক্সবাজার থেকে গাজীপুরের জন্য আনা হয়েছিল বলে জানান ওই এএসআই।