14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ইরানে দুই শতাধিক পাকিস্তানি গ্রেফতার

Brinda Chowdhury
April 21, 2021 12:50 pm
Link Copied!

ইরানের তাফতান সীমান্ত এলাকা থেকে ২০৩ পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। বৈধ কাগজপত্র না থাকার অভিযোগে দেশটির নিরাপত্তা বাহিনী তাদের গ্রেফতার করেছে। খবর দ্য ডনের।

এক বিবৃতিতে ইরান কর্তৃপক্ষ জানায়, গত রোববার ইরানের তাফতান থেকে বৈধ কাগজপত্র না থাকায় পাকিস্তানিদের আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, যেসব পাকিস্তানি নাগরিককে আটক করা হয়েছে, তারা মূলত অবৈধ উপায়ে তুরস্ক ও ইউরোপের দেশগুলোর উদ্দেশে যাত্রা করছিল। ভালো আয় ও উন্নত জীবন অর্জনের জন্যই এমনটি করার চেষ্টা করেছেন তারা।

এদের মধ্যে ১৩০ জন পাঞ্জাব, ৩৩ জন খাইবারপাখতুন, ২৪ জন বেলুচিস্তান ও ১৫ জন পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের বাসিন্দা।

ধারণা করা হচ্ছে— বেলুচিস্তান দিয়েই অবৈধভাবে ইরানে প্রবেশ করেছেন তারা। কারণ ওই অঞ্চলের সঙ্গে ইরানের সিস্তান অঞ্চলের ৯৫৯ কিলোমিটার সীমান্ত আছে।

http://www.anandalokfoundation.com/