এস, এম নাজমুল আলম, চিলমারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে ইভটিজিং, বাল্য বিবাহ ও মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার কুড়িগ্রামের চিলমারী মহিলা ডিগ্রী কলেজে চিলমারী মডেল থানার উদ্যোগে ইভটিজিং, বাল্যবিবাহ, সন্ত্রাস ও মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিলমারী মডেল থানার অফিসার ইন চার্জ আমিনুল ইসলাম।
আলেচনা সভায় ইভটিজিং, বাল্য বিবাহ, সন্ত্রাস ও মাদকের কুফল তুলে ধরে এ্র আইনি ব্যবস্থা গ্রহণসহ সামাজিক সচেতনতার বিষয় তুলে ধরা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখের সহকারী অধ্যাপক নাজমুল হুদা পারভেজ ও সহকারী অধ্যাপক কামরুজ্জামান প্রমুখ।