সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি,সাতক্ষীরা: ডিজিটাল বাংলদেশ দিবস-২০১৯ উপলক্ষে আশাশুনিতে কুইজ প্রতিযোগিতা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন আশাশুনির আয়োজনে “সত্য মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে” প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানে আইসিটি ও ডিজিটাল বাংলাদেশ বিষয়ক কুইজ প্রতিযোগিতায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের গালিব ইকবাল ও তার দল ১ম স্থান, একই বিদ্যালয়ের নাইম শেখ ও তার দল ২য় স্থান এবং আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আফরোজা খাতুন ও তার দল ৩য় স্থান অধিকার করে।
উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে ও একাডেমিক সুপার ভাইজার হাসানুজ্জামানের সঞ্চালনায় সেমিনারে আলোচনা রাখেন, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ ড. মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাকী বিল্লাহ, পরিংখ্যান অফিসার শ^শ্মান কুমার, এপি ফারুক হোসেন প্রমুখ। সবশেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।