আন্তর্জাতিক সিগনালের সঙ্গে সমন্বয় করে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরকে কাজ করার অনুরোধ করলেন দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান।
আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) বিশ্ব আবহাওয়া দিবস উপলক্ষে রাজধানীর বিজয় সরণিতে অবস্থিত বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের মাল্টিপারপাস হলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, যে কোন দুর্যোগ দেখা দিলে আমরা যেমন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস গ্রহণ করি তেমনি আন্তর্জাতিক আবহাওয়ার পূর্বাভাসও গ্রহণ করি। এর ফলে আমাদের কোনটা সঠিক সেটি যাচাই-বাছাই করতে সহজ হয়। তখন আমরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে পারি।
এনামুর রহমান বলেন, দুর্যোগ মোকাবিলায় সারা বিশ্বের কাছে বাংলাদেশ একটি রোল মডেল। আমাদের দেশের মৃত্যুর হার অনেক দেশের তুলনায় খুব কম। বাংলাদেশ টেকনোলজিতে অনেকাংশেই এগিয়েছে। তবে অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির পেলে উন্নত বিশ্বের মতো এগিয়ে যেতে পারবো। সঠিক দুর্যোগ ব্যবস্থাপনার মাধ্যমে মানুষের জীবনের ঝুঁকির পরিমাণ কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, আগাম সতর্ক বার্তার জন্য ১৯৭২ সালে ওয়ারলেস রার্ডারসহ সিপিপি প্রতিষ্ঠা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার কারণেই আজকে আমরা বিভিন্ন আবহাওয়া বার্তা আগে থেকেই পেয়ে যাই।