14rh-year-thenewse
ঢাকা
শিরোনাম

মাদারীপুরে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক দুই জেলা প্রশাসকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত বাথরুম থেকে ৬ বছরের শিশুর লাশ উদ্ধার 

শ্যামনগরে পারফরমেন্স বেজড গ্রান্ড ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের পুরস্কার বিতরণ

আগামী দুই মাসের মধ্যে এলডিসি থেকে উত্তরণের পথ বের করতে হবে -প্রধান উপদেষ্টা

রংপুরের গঙ্গাচড়ায় হিন্দুপল্লীতে হামলায় সহস্রাধিক আসামী, গ্রেফতার ৫

নদী দূষণের দায়ে গাজীপুরে ৯টি অবৈধ কারখানার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আসন্ন আইএমও নির্বাচনে বাংলাদেশের পক্ষে সমর্থন চাইলেন নৌপরিবহন উপদেষ্টা

আজকের সর্বশেষ সবখবর

আনিস আলমগীরের চাকুরীচ্যুতির দাবীতে ঢাবি উপাচার্যকে স্মারকলিপি দিলেন ঐক্য পরিষদ

admin
January 28, 2018 7:57 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ  শিক্ষাবিরোধী কর্মকান্ডের দায়ে ঢাকা বিশ্ববদ্যালয়ের টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগেরখ-কালীন শিক্ষক জনাব আনিস আলমগীরের চাকুরীচ্যুতির দাবীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড. মোহাম্মদ আখতারুজ্জামানকে স্মারকলিপি প্রদান।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের একটি প্রতিনিধিদল আজ ২৮ জানুয়ারী সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্যকে স্মারকলিপি প্রদান করেন। উপাচার্যের পক্ষে মাননীয় প্রোক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী স্মারকলিপিটি গ্রহণ করেন।

প্রতিবাদলিপিতে বলা হয়, ‘প্রাচ্যের অক্সফোর্ড’ হিসেবে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় বাঙালীর গৌরবোজ্জ্বল ইতিহাসের সাথে সম্পৃক্ত। পাকিস্তানের প্রথম সিকি শতাব্দীতে ঔপনিবেশিক পাকিস্তানী আমলের স্বৈর-সাম্প্রদায়িক ও ঔপনিবেশিক শাসন-শোষণের বিরুদ্ধে ধর্ম-বর্ণ-লিঙ্গনির্বিশেষে আপামর বাঙালী ও আদিবাসী জনগোষ্ঠীর আত্মনিয়ন্ত্রণাধিকারের, স্বাধীকারের ও শেষ পর্যন্ত জাতীয় স্বাধীনতা-পরবর্তীতে একই কায়দায় গণতন্ত্র ও আইনের শাসন পুণঃপ্রতিষ্ঠার ধারাবাহিক লড়াই, সংগ্রামের সমগ্র ইতিহাস ধারণ করে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

এমনি এক বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, চলচ্চিত্রও ফটোগ্রাফি বিভাগের খ-কালীন শিক্ষক জনাব আনিস আলমগীর, দুঃখজনক হলেও সত্য, নির্লজ্জ জঘন্য সাম্প্রদায়িক অপতৎপরতায় লিপ্ত যা শুধু বিশ্ববিদ্যালয়েরই ভাবমূর্তি ক্ষুণ্ণ করে না, শিক্ষক পরিচয়ে পরিচিত হওয়ারই অযোগ্য। গত ২২ জানুয়ারী, ২০১৮ ইং তারিখে সরস্বতী পূজোর দিনে তিনি তাঁর ফেইজবুকে এক পোষ্টিং দেন। এতে তিনি লিখেছেন, ‘সরস্বতী একমাত্র দেবী আমি যার প্রেমে পড়েছিলাম। ক্লাস নাইনে পড়াকালে স্কুলের পূজায় আমি তাকে প্রথম দেখি। রূপে এতো মুগ্ধ ছিলাম তার, বিদ্যা চাইতে ভুলে গেছি। আজও বিদ্যা চাইতে পারলাম না এই সর্বকালের সেরা সেক্সিদেবীর কাছে। সামনে গেলে আমি বিদ্যা চাওয়ার কথা ভুলে যাই, সব ভুলে যাই। সে কারণে না পেলাম বিদ্যা, না পেলাম তার সঙ্গে মিল খুঁজতে খুঁজতে বাস্তবের কোন সরস্বতীকেও।

মূলতঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বালখিল্যসুলভভাবে ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতি ক্ষুণেœর মাধ্যমে সমাজে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চক্রান্তের বদ্অভিপ্রায়ে এমনি একটি ধর্মীয় বিদ্বেষমূলক পোষ্টিং দিতে পারেন তা ভাবতেও যে কোন ধর্ম-সম্প্রদায়ের ধর্মপ্রাণ মানুষের কাছে নিঃসন্দেহে কষ্টের, দুঃখের। জেনে শুনে জনাব আনিস আলমগীর যে কাজটি করেছেন তা’ সমাজবিধ্বংসীমূলক। কেননা, তা’ শুধু সাম্প্রদায়িক সম্প্রীতিকে ক্ষুণœ করে না, মুক্তিযুদ্ধের মৌল চেতানাকেও নিদারুণভাবে আহত ও বিপর্যস্ত করে।
এমনি এক পরিস্থিতিতে এ দেশের আড়াই কোটি ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু ও আদিবাসী জনগোষ্ঠীর পক্ষ থেকে অনতিবিলম্বে রাষ্ট্রের বিরুদ্ধে ক্ষতিকর কাজ (pre-judicial act)- এ লিপ্ত হবার দায়ে, জনগণের ধর্মীয় অনুভূতি ক্ষুণেœর দায়ে, ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর মাধ্যমে মুক্তিযদ্ধের মৌল চেতনাকে আহত ও বিপর্যস্ত করার দায়ে জনাব আনিস আলমগীরকে অনতিবিলম্বে খ-কালীন শিক্ষকের পদ থেকে চাকুরীচ্যুতিসহ তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণের দাবী জানানো হয়।

স্মারকলিপি প্রদানকালে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- কাজল দেবনাথ, জয়ন্ত সেন দীপু, মিলন কান্তি দত্ত, মনীন্দ্র কুমার নাথ, নির্মল কুমার চ্যাটার্জী, পদ্মাবতী দেবী, বিপ্লব কুমার দে, দিপালী চক্রবর্তী ও গীতা বিশ্বাস।

http://www.anandalokfoundation.com/